মৌলভীবাজার প্রতিনিধি:
ব্যাপক উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়ে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন শান্তিপুর্ণ ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। চলছে ভোট গণনা।
২৪ জুন রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম নজরুল ইসলাম এতথ্য নিশ্চিত করেন।
শ্রীমঙ্গলে অবস্থিত চা শ্রমিক নেত্রী গিতা গোস্বামী বলেন, অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়েছেন।
শ্রীমঙ্গল জঙ্গলবাড়ী চা বাগান কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো.জাহাঙ্গীর আলম বলেন, ‘চা শ্রমিক ভোটারদের উপস্থিতি ছিল সরব। আমার সেন্টারে মোট ভোট সংখ্যা ৩৯৯ টি। সেখানে ভোট প্রয়োগ হয়েছে ৩৯৭ ভোট।’
প্রসঙ্গত: বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে দেশের সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, চট্রগ্রাম ও রাঙ্গামাটি জেলার ২২৮টি চা বাগান ও ফাঁড়ি বাগানের মোট ৯৮ হাজার ৭৫২ জন চা শ্রমিকরা তাদের ভোট প্রদান করেছে। সংগ্রাম কমিটির ব্যানারে মাখন লাল কর্মকার ও রাম ভজন কৈরীর নেতৃত্বে একটি পক্ষ ও চা শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে সভাপতি বিজয় বুনার্জি ও সীতারাম অলমিক। এছাড়া মহা সংগ্রাম কমিটি ব্যানারে শ্রী ধনী কুর্মী ও গীতা কানুর একটি পক্ষ নির্বাচনে অংশ নেন।