শোক সংবাদ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সীবাজার ইউনিয়নের সাবেক ৪নং ওয়ার্ড সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান, প্রবীন বিএনপি নেতা এখলাছুর রহমান ওরপে কনা মিয়া (৭৬) গত শনিবার রাত ১০ টা ২০ মিনিটের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রুপসপুর গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। রোববার সকাল সাড়ে ১১টায় রুপসপুর বন্দর বাজারে মরহুমের নামাজের জানাযা শেষে নিজ পারিবারীক করবস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি, উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো: রফিকুর রহমান, মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালিব তরফদার, উপজেলা বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান চৌধুরী, মৌলভীবাজার জেলা বিএনপি নেতা অলি আহমদ খান প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন।

শেয়ার করুন