ছয়ফুল আলম সাইফুলঃ
আমেরিকা প্রবাসী এ আর নোমানের আর্থিক সহযোগীতায় এসোসিয়েশন অব কুলাউড়া নিউ জার্সি স্টেইট এর উদ্যোগে হাজীপুর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় লোকদের মধ্যে নগদ অর্থ বিতরণ।
আজ সকাল ১১ টায় কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের মনু বাজার আজিজুর রহমান প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখে এ আর নোমানের আর্থিক সহযোগীতায় এসোসিয়েশন অব কুলাউড়া নিউ জার্সি স্টেইট এর উদ্যোগে বিভিন্ন গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় লোকদের মধ্যে নগদ অথ বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন নয়া বাজার কেসি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সভাপতি রেজাউর রহমান চৌধুরী কয়ছর, সাবেক মেম্বার নুর আহমদ চৌধুরী বুলবুল, ডাঃ মইন উদ্দিন আহমদ, সমাজ সেবক হাজী মফজ্জিল হোসেন কুতুব, হাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওয়াদুদ বক্স, আওয়ামীলীগের নেতা মাহমুদ আলী ফঠিক, সাংবাদিক ছয়ফুল আলম সাইফুল, জয়নাল আবেদীন, আজিজুর রহমান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান সালেহ আহমদ শাহীন প্রমুখ।