শাবির পরিবহণ সংকট নিরসনে কেনা হবে ছয়টি বাস

শাবি প্রতিনিধি :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরিবহণ সংকট নিরসনে ২০১৮-১৯ অর্থ বছরে শিক্ষার্থীদের জন্য ৪টি ও শিক্ষকদের জন্য ২টি শীততাপ নিয়ন্ত্রিত মিনিবাস সহ ৬টি বাস কেনার ঘোষণা দিয়েছেন শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে ২০১৮-১৯ অর্থবছরের জন্য ১৩০ কোটি ৪৫ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়।

বাজেট ঘোষণা পরবর্তী শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, ‘শিক্ষার্থীদের পরিবহন সমস্যা সমাধানে এ বছরের জুলাইয়ে দুইটি বাস ও আগামী বছরের জানুয়ারীতে দুইটি বাস ক্রয় করা হবে। প্রতি মাসে বিআরটিসি’র বাস ভাড়া বাবদ বিশ্ববিদ্যালয়ের প্রচুর টাকা খরচ হচ্ছে এবং এই খরচ বাঁচাতেই নতুন বাস কেনার উদ্যোগ।

এসময় তিনি আরও বলেন, ‘শাবিপ্রবি মাননীয় অর্থমন্ত্রীর নির্বাচনী এলাকার মধ্যেই অবস্থিত। অর্থমন্ত্রীর সুনজর পেলে বিশ্ববিদ্যালয় আরো সামনে এগিয়ে যাবে।’

সুত্রঃ সিলেটের সকাল

শেয়ার করুন