৪র্থ বাংলাদেশ পথমেলার প্রস্তুতি চূড়ান্ত

নতুনদেশ ডটকম:

টরন্টোয় উন্মুক্ত মঞ্চে বাংলাদেশিদের সর্ববৃহৎ আয়োজন ৪র্থ বাংলাদেশ পথমেলার প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে। দর্শক শ্রোতাদের আকাংখা পূরণকে অগ্রাধিকার দিয়েই পথমেলাকে সাজানো হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় ডেনফোর্থ এন্ড ডেনফোর্থ এর নিউ ঘরোয়া রেস্টুরেন্টে পথমেলার প্রস্তুতি ও অনান্য দিক পর্যালোচনার জন্য ডাকা বৈঠকে পথমেলার বিভিন্নদিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বাংলাদেশ পথমেলা ২০১৮ এর চেয়ারম্যান গাজী বেলায়েত হোসেন, কনভেনর এবাদ চৌধুরী এবং চীফ কো অর্ডিনেটর ব্যারিষ্টার ওমর জাহিদ মেলার প্রস্তুতির অগ্রগতি তুলে ধরেন।

আগামী ১ জুলাই, কানাডা ডেতে বার্চমাউন্ট প্লাজায় (৪৬২ বার্চমাউন্ট রোড) বাঙালিদের এই বৃহৎ  আয়োজন অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানান, এবারের পথমেলায় বাংলাদেশ থেকে ব্যান্ড মাইলস খ্যাত শাফিন আহমেদ এবং মিরাক্কেলের মঞ্চ কাঁপানো শশী অংশ নিচ্ছেন। এছাড়াও থাকছেন সাবু শাহ,  সিনথিয়া, চুমকি, লিসা, ব্যান্ড সুর ও যান্ত্রিক।

জানা গেছে, দুই বাংলার জনপ্রিয় শিল্পী, কৌতুক অভিনেত্রী, আমেরিকা থেকে আগত শিল্পী এবং টরন্টোর তারকা শিল্পীদের পরিবেশনায় মুখরিত থাকবে চতুর্থবারের মতো বাংলাদেশ পথমেলা প্রাঙ্গন। নাচ, গান, কৌতুক, ছড়া, কবিতার পাশাপাশি ছোটদের জন্য থাকবে বিভিন্ন রাইডের ব্যবস্থা, যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতা, মেহেদী এবং বিভিন্ন পণ্য ও খাবারের স্টল।

এই প্রসঙ্গে পথমেলা ২০১৮ এর চীফ কোঅর্ডিনেটর ব্যারিষ্টার ওমর ফারুক জাহিদ নতুনদেশ ডটকমকে বলেন, টরোন্টোবাসী প্রবাসী বাংলাদেশিরা গত তিনবার এই আয়োজনকে সহযোগিতা দিয়ে সফল করে তুলেছেন। এবারেও তার ব্যাতিক্রম হবে  বলে আমরা মনে করি না। বরং কমিউনিটির নানাস্তর থেকে আমাদের প্রতি তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। ব্যারিস্টার ওমর বলেন, কমিউনিটির স্বতঃস্ফূর্ত সাড়ায় আমরা উৎসাহবোধ করছি।

 

 

শেয়ার করুন