কুলাউড়ার হাজীপুরে দেশদিগন্ত এর ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরন

জাতীয় অনলাইন নিউজ পোর্টাল দেশ দিগন্তের উদ্যোগে ২৯ জুন দুপুর ও বিকালে কুলাউড়া হাজিপুরে হাজীপুর – কাউকাপন ও ভূইগাঁওয়ে প্রায় ৪৫০ শতাধিক মানুষের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়।
দেশদিগন্ত এর উপদেষ্টা মোরাদুল হক চৌধুরী ও সম্পাদক শেখ নিজামুর রহমান টিপুর অর্থায়নে এবং হাজীপুর এসোসিয়েশন এর ব্যাবস্হাপনায় ও ডাক্তার তাহমিদ চৌধুরীর ও ইঞ্জিনিয়ার মিজানুর রহমান সহ ঔষধ বিতরনে সর্বাত্মক সহযোগিতা করেন উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুর রহমান কবির।
এ সময় উপস্হিত ছিলেন সমাজসেবক মফসিল হোসেন কুতুব, বদরুজ্জামান তালুকদার লিমন, মুনতাকিম ফাহিম প্রমুখ।

উল্লেখ্য দেশদিগন্তের সম্পাদক শেখ নিজামুর রহমান টিপু’র উদ্দ্যোগে এর আগেও চারটি ওয়ার্ডে প্রায় ৫০০ পরিবারের মধ্যে বিশাল ত্রান বিতরন করা হয়েছিলো।

শেয়ার করুন