জালালাবাদবার্তা.কমঃ ২৪ জুন ২০১৮ (রবিবার) বিকাল ৩ টায় শুরু হওয়া প্রথম রাউন্ডের খেলায় ইউনাইটেড রিজেন্টস স্পোর্টস ক্লাব অব টরন্টো, বেঙ্গল টাইগারের সাথে ৯ রানে জয়ী হওয়ার পর বিকাল ৭ টায় স্বাধীন ক্রিকেট ক্লাবের সাথে ১ উইকেটে জয়ী হয়ে সেমি ফাইনালে উত্তীর্ন হয়।
আগামী ১ জুলাই ২০১৮ (রবিবার) কানাডা ডে’তে ১:৩০ মিনিটের সময় সেমি ফাইনালে টরন্টোর এই অপ্রতিদ্বন্দ্বী দল ইউনাইটেড রিজেন্টস স্পোর্টস ক্লাব অব টরন্টো মুখমুখী হবে ক্রিকেট জগতের আরেক পরাশক্তি দল সিলেট সুপার কিং এর সাথে।
ইউনাইটেড রিজেন্টস স্পোর্টস ক্লাব অব টরন্টোর দলে খেলছেন এনায়েতুল্লাহ্, খালিক, শাহীন হোসেন, মোঃ শাহানূর, রুম্মান আহমেদ, আতিকুদ্দোজা আহমেদ, ফাহাদ মালিক (শিপলু), হেশাম বিন মাহবুব, তুহিন মিয়া, ফজল শাহিদ, টিম ম্যানেজার আলামিন মজুমদার, টিম ম্যানেজার তানভীর আহমেদ এবং অধিনায়ক আব্দুল্লাহ্ আল মাহমুদ সুমন।
২৩ জুন ২০১৮ (শনিবার) শের-ই-বাংলা কাপ ক্রিকেট টুর্ণামেন্ট ২০১৮ এর উদ্বোধন হয় স্কারবরোর বার্চমাউন্ট পার্ক ক্রিকেট গ্রাউন্ড, ৩৬৬৩ ডেনফোর্থ এভিনিউ স্কারবরোতে।