জালালাবাদবার্তা.কমঃ ১৫ জুলাই ২০১৮ (রবিবার) বিকাল ৭ টার সময় ডেনফোর্থস্থ রয়েল কানাডিয়ান লিজিওন হল, ৯ ডজ রোড, টরন্টোতে সুনামগঞ্জ জেলা এসোসিয়েশন অব টরন্টো, অন্টারিও, কানাডার নব গঠিত কার্যকরী পরিষদের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০১৮ এর আয়োজন করা হয়েছে।
এসোসিয়েশনের এই অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন স্কারবরো সাউথওয়েষ্ট থেকে নব নির্বাচিত এমপিপি ডলি বেগম।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সকলকে অনুরোধ জানিয়েছেন সুনামগঞ্জ জেলা এসোসিয়েশনের সভাপতি জনাব আতাউর রহমান এবং সাধারন সম্পাদক শ্রী হিমাদ্রী রায় সঞ্জীব। বিস্তারিত জানতে সভাপতি (৬৪৭ ৪০৩ ৮৪০৪) এবং সাধারন সম্পাদক (৪১৬ ৭৯৫ ১৪২২) এর সাথে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ২১ জানুয়ারি ২০১৮ (রবিবার) টরন্টোর স্থানীয় একটি রেস্টুরেন্টে এসোসিয়েশনের নতুন এই কমিটি গঠিত হয়।
বিজ্ঞপ্তি