ডা: এ রশিদ দীপুঃ
কিছুক্ষন আগে মৌলভীবাজারের সদর হাসপাতালে ২ বছর বয়সী ১ শিশুকে নিয়ে আসা হয়। কান্নারত বাবা কে জিজ্ঞেস করে জানতে পারলাম, শিশুটি কয়েক ঘন্টা পূর্বে পানিতে ডুবে গিয়েছিল।
পরে তারা রাজনগরের হাসপাতালে যায়। হাসপাতালে বাচ্চাটিকে মৃত ঘোষনা করলেও তারা শিশুটিকে এখানে নিয়ে আসেন।
আমি শিশু টি কে জীবন রক্ষা কারী পদ্ধতি সি পি আর ( Cardio pulmonary resuscitation) দিতে থাকি। ( এ ব্যাপারে আমি একজন বিশেষজ্ঞ চিকিৎসক) পরবর্তি ১৫ মিনিট অনেক চেস্টা করেও শিশুটিকে ফেরাতে না পারায় আমি শিশুটির বাবাকে ডেকে অত্যন্ত দু:খের সহিত জানাই যে তার বাচ্চাটি আর বেঁচে নেই। তাকে বলি তার বাচ্চাটি অনেক আগেই মারা গিয়েছে। বাড়িতে নিয়ে যেতে। বাচ্চারা ইতোমধ্যেই শক্ত হয়ে গিয়েছে।
বাবার সাথে কথা বলে জানতে পারলাম তার আগের বাচ্চাটিও মারা গেছে। এখন তার কোন বাচ্চাই নেই। কি যে হ৲দয় বিদারক।
১।মাত্র বৃষ্টির মৌসুম শুরু হয়েছে। আপনার বাড়ির আশপাশে পুকুর বেড়া দিয়ে রাখুন।
২।বাচ্চাকে একা ছাড়বেন না।
৩। বাচ্চাকে চোখের আড়াল করবেন না।
৪। বাল্টিতে ডুবেও শিশু মারা যেতে পারে। বাল্টি অযথা ভরে রাখবেন না।
৫। বাচ্চা পানিতে ডুবে গেলে মাথার উপর তুলে ঘোরাবেন না।
৬। ভাল করে দেখুন বাচ্চা। শ্বাস নেয় কিনা? যদি না নেয় তড়িৎ বাচ্চাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান।
৭। প্রায়ই অভিযোগ উঠে মৃত ঘোষনার পরও বাচ্চা নড়েছে। আসলে মারা যাওয়ার পর ডেড বডির মাসল শক্ত হতে থাকে। এ অবস্থাকে চিকিত্সা বিজ্ঞান রাইগর মরটিস বলে। ( Rigor mortis) ইন্টারনেট ঘাটলে বিস্তারিত বুঝতে পারবেন আশা করি।
এসকল ক্ষেত্রে বুকে কান পেতে শুনবেন হার্টবিট আছে কিনা? বাচ্চা শ্বাস নেয় কিনা?
৮। সতর্ক থাকুন অন্যকে সতর্ক করুন।
ডা: এ রশিদ দীপু
এ্যানেস্থেসিওলজিস্ট
২৫০ শয্যা হাসপাতাল, মৌলভীবাজার।
সাংবাদিক হাসানাত কামালের ফেইসবুক থেকে