জালালাবাদ বার্তা

মৌলভীবাজার জেলা এসোসিয়েশনের ‘বনভোজন ২০১৮’ বাতিল

রুহুল চৌধুরীঃ

জেলায় বন্যার পানিতে ভেসে যাওয়া ভিটেমাটিহীনদের পুনর্বাসনের লক্ষ্যে অনুদান সংগ্রহের উদ্দেশ্যে ১লা জুলাই ২০১৮ কানাডা ডে’তে আয়োজিত মৌলভীবাজার জেলা এসোসিয়েশন অব টরন্টো, কানাডার কার্যকরী পরিষদের এক বিশেষ সভায় আগামী ২৯ জুলাই ২০১৮ রবিবার অনুষ্ঠিতব্য এসোসিয়েশনের ‘বনভোজন ২০১৮’ বাতিল ঘোষণা করা হয়।

এসোসিয়েশনের সভাপতি দেওয়ান আব্দুল গফরান চৌধুরী জালালাবাদবার্তা.কম কে বলেন, “এই মূহুর্তে আমাদের কর্তব্য বন্যার্তদের সাহায্য করা। বনভোজন আমরা প্রতি বছরই করে আসছি, ভবিষ্যতেও করবো ইনশাআল্লাহ্‌। আমাদের মা-বাবা, ভাই-বোনদের রাস্তায় ক্ষুদার্ত রেখে আমরা বনভোজন করতে পারবো না। আমরা আমাদের বনভোজনের সম্পুর্ণ বাজেট বন্যার্তদের পুণর্বাসনের উদ্দেশ্যে দেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি।“ এসোসিয়েশনের সাধারন সম্পাদক সৈয়দ মাহবুব বলেন, “শুধু বনভোজনের বাজেটই নয় আমরা বন্যার্তদের পুণর্বাসনের জন্য অনুদান সংগ্রহ করছি। আর্তমানবতার সেবায় যে কেউ অনুদান প্রদান করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে অনুরোধ করছি।“

সভা শেষে ‘৪র্থ বাংলাদেশ পথমেলা ২০১৮’ এর ৮ নাম্বার স্টলে এসোসিয়েশনের পক্ষ থেকে অনুদান সংগ্রহের কাজ শুরু করা হয়, এতে উপস্থিত ছিলেন, উপদেষ্টা আব্দুল কুদ্দুছ চৌধুরী, উপদেষ্টা হাজী তুতিউর রহমান, দেওয়ান আব্দুর গফরান চৌধুরী, সৈয়দ মাহবুব, জহিরুল ইসলাম, শংকর দে, মুহিবুর রহমান খাঁন, রুহুল কুদ্দুছ চৌধুরী, সৈয়দ ফেরদৌস, লায়েকুল হক চৌধুরী, খন্দকার আজিজ, জাহানারা নাসিমা প্রমূখ। বাংলাদেশ পথমেলা অর্গানাইজেশনকে এবং অনুদান প্রদানকারীদেরকে এসোসিয়েশনের পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

এই অনুদান সংগ্রহের কাজ চলবে এবং নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

মোঃ আব্দুর রহিম দাদুল (৬৪৭ ৭৮৪ ৯০৫৬), মুহিবুর রহমান খাঁন (৬৪৭ ৭১৭ ৩০৯৫), সৈয়দ ফেরদৌস (৪১৬ ৮৭৮ ০৩১৬), আশিষ পাল (৪১৬ ৬০৫ ১৯৭৭), রুহুল চৌধুরী (৬৪৭ ৪০২ ৫৩১৭), রজত পাল (৬৪৭ ৪৪৭ ৭৪১৫), লায়েকুল হক চৌধুরী (৪১৬ ৪২০ ৪৭৯০), ঝুটন তরফদার (৫১৪ ৯৬২ ৯৫৬৪), মুর্শেদ আহমদ মুক্তা (৪১৬ ৮৫৬ ৯২১৮), আব্দুল্লাহ্ আল্ মাহমুদ সুমন (৬৪৭ ৭৭০ ৫৬৯৯)।

 

শেয়ার করুন