শ্রীমঙ্গল প্রেসক্লাবে দেশীয় ফল উৎসব অনুষ্ঠিত

  • সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল থেকে:
    মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেসক্লাবের আয়োজনে দেশীয় ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে প্রেসক্লাব মিলনায়তনে মডেল একাডেমী স্কুল এন্ড বি এম কলেজের প্রতিষ্ঠাতা মাহবুবুল আলম স্বপন এর সহযোগীতায় বিভিন্ন শ্রেণীপেশার বিশিষ্টজনদের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে এ ফল উৎসব অনুষ্ঠিত হয়। ফল উৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম।
    প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক এম ইদ্রিস আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) আশরাফুজ্জামান, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল। দেশীয় ফলে কীটনাশক ও ফরমালিন প্রয়োগের প্রভাব নিয়ে মূল আলোচনায় অংশ নেন উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি।
    বক্তব্য রাখেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল মাহমুদ, হবিগঞ্জ সদর বিআরডিবি অফিসার দেবাশীষ চৌধুরী রাজা, অধ্যাপক অবিনাশ আচার্য, বাংলাদেশ টি এস্টেট ষ্টাফ এ্যাসোসিয়েশনের মাহবুব রেজা, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক জহির আহমেদ শামিম, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের দীপংকর ভট্টাচার্য্য লিটন, দৈনিক যুগান্তরের সৈয়দ সালাউদ্দিন, ইত্তেফাকের অনুজ কান্তি দাশ, মডেল একাডেমি এন্ড বিএম কলেজের প্রতিষ্ঠাতা মাহবুবুল আলম স্বপন ও সন্দলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাধা কান্ত দাশ । ফল উৎসবে স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন গণমাধ্যকর্মীরা অংশ নেন।
শেয়ার করুন