মৌলভীবাজার প্রতিনিধি:
জয় নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে বাধ ভাঙা উল্লাসে ফেটে পড়ে মৌলভীবাজার জেলার সব বয়সী ব্রাজিল সমর্থকরা। রেফারি বাঁশিতে ফুঁ দিয়ে জয় নিশ্চিত করার সাথে সাথেই ব্রাজিলের পতাকা হাতে জার্সি গায়ে ‘ব্রাজিল ব্রাজিল’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠে মৌলভীবাজার জেলা সদরসহ সবকটি উপজেলা।
(২জুলাই) সোমবার রাত ৮টায় ব্রাজিল মেক্সিকোর সাথে ২-০ গোলে জয়ের ফলে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল। তবে ব্রাজিল সমর্থকরা আশিবাদি কোয়ার্টার ফাইনালে জিতার পর ফাইনালে বিজয় ছিনিয়ে নিবে ব্রাজিল।
ব্রাজিল খেলা শেষ মহুর্তেই দলে দলে স্লোগান দিতে দিতে দৌড়াতে লাগলেন মৌলভীবাজার কোর্ট রোডে দিকে। সেখানে কারো মুখে ‘ব্রাজিল ব্রাজিল’ । আবার কারো কারো মুখে ‘নেইমার নেইমার’। একসাথে গলা ফাটিয়ে এই নামে চিৎকার করতে লাগলেন সবাই। সাথে মোটরসাইকেলের হর্ন, বাঁশি ও ভুবুজেলাতেও ফুঁ-চলতেই থাকলো। মিছিলে স্কুল,কলেজ থেকে শুরু করে সব বয়সী মানুষ অংশ নেয়।
এদিকে শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোড এলাকা থেকে ব্রাজিল সমর্থকরা মিছিল বের করে। তারা ‘নেইমার নেইমার’ বলে চিৎকার করতে থাকে।
মৌলভীবাজারের ব্রাজিল সমর্থক তোফায়েল পাপ্পু ও মো. ফখরুল ইসলাম, নাহিদ আহমদ ,শাহেদ আহমদ,টিটু মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন,‘আর্জেন্টিনা সমর্থকরা চেয়ে ছিল ব্রাজিলমেক্সিকোর সাথে খেলায় হারবে। আমরা আর্জেন্টিনা সমর্থকদের বুঝাতে চেয়েছি যে ব্রাজিল ভাল খোলোয়াড়। আমরা ব্রাজিল সমর্থক হিসেবে গর্ববোধ করছি। তাই ব্রাজিল সমর্থকরা খুশিতে উল্লাস করছি।’
এছাড়া ব্রাজিলের খেলা শুরু হওয়ার আগে সোমবার বিকেলে মৌলভীবাজার জেলা শহর তথা কুলাউড়া,জুড়ী ও বড়লেখা এবং শ্রীমঙ্গল ও কমলগঞ্জে মিছিল করে ব্রাজিল সমর্থকরা।
ব্রাজিল সমর্থকরা মিছিল
শেয়ার করুন