ইমাম উদ্দিন, টরন্টোঃ
টরন্টোতে স্ট্রোক বিষয়ক একটি কর্মশালার আয়োজন করেছে কানাডিয়ান সেন্টার ফর ইফরমেশন এন্ড নলেজ। এটি অনুষ্ঠিত হবে আগামী ৭ জুলাই শনিবার, ৩০৭৯ ডেনফোর্থস্থ এক্সেস পয়েন্টে, বেলা তিনটায়। ।
কানাডিয়ান সেন্টারের পক্ষ থেকে বলা হয়, স্ট্রোকে আক্রান্ত হওয়া মানেই জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চলে যাওয়া। এর ফলে বেঁচে যাওয়া রোগী পঙ্গুও হয়ে যেতে পারে। মুলত জনগণের মাঝে এ রোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়েছে।
স্টাটিস্টিকস্ কানাডার মতে, কানাডায় যেসব কারনে লোকের মৃত্যু হয় এর মধ্যে স্ট্রোক এর অবস্থান তৃতীয়। ২০১২-১৩ সময়কালীন কানাডায় স্ট্রোকে আক্রান্তের সংখ্যা সাড়ে সাত লাখ। ২০০৩-৪ সময়ের চেয়ে এ হার ২.৭% বেশি।
কর্মশালাটি পরিচালনা করবেন বাংলাদেশের নিউরোলজি স্পেশালিস্ট ও সোহরাওয়ার্দি হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মোহিতুল ইসলাম। বিশেষজ্ঞ মতে, উচ্চ রক্তচাপ, কায়িক পরিশ্রম না করা, ডায়াবেটিস, অনিয়ন্ত্রিত খাবার খাওয়া, ধুমপান, ওজন বৃদ্ধি এবং মানসিক চাপ স্ট্রেকের সম্ভাবনা বাড়ায়। নিয়মিত অতিরিক্ত মদ্যপানও স্ট্রোকের অন্যতম কারণ। আর সচেতনতা সৃষ্টির মাধ্যমে এ রোগের ঝুঁকি কমিয়ে আনা সম্ভব।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়, কর্মশালায় দূর দুরান্ত থেকে আগত অংশগ্রহণকারী সর্বোচ্চ ২০ জনকে টিটিসি টোকেন দেয়া হবে । আসন সীমাবদ্ধতার কারনে আগ্রহী অংশগ্রহণকারীদের নিম্নোক্ত ফোন নাম্বারে অথবা ইমেইলে (cciktoroto@gmail.com) আগামী ৬ জুলাই এর মধ্যে নাম রেজিস্ট্রেশন করতে হবে। যেসব নাম্বারে যোগাযোগ করতে হবে তা হচ্ছে ৪১৬-৪৩২-৫৬০২, ৪১৬-৫৬০-৫১৬৮ অথবা ৪১৬-৮৯৭-৮৩২৯।