- নিউজ ডেস্ক:
- সমাজের অসহায় অবহেলীত মানুষের মাঝে যুক্তরাষ্ট্র ভিত্তিক চ্যারেটি সংগঠন CFA’র সহায়তা প্রদান করেছে। ৪ জুলাই সোমবার বিয়ানীবাজার পৌরশহরের প্রমথ দাস সড়কের এবি মিডিয়ার সহযোগিতায় project C.F.A এর এ সহায়তা প্রদান করা হয়।সংগঠনের বাংলাদেশী সমন্বয়ক ও বিয়ানীবাজার নিউজ২৪ এর সম্পাদক আহমেদ ফয়সালের তত্ত্বাবধানে সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন চ্যারেটি সংগঠনের প্রতিনিধি এনামুল হক, শাকের আহমদ ও আবু তাহের। এ সময় সহযোগিতায় ছিলেন বীমা কর্মকর্তা মোস্তাক চৌধুরী সুমন, বিয়ানীবাজার নিউজ ২৪ এর বার্তা সম্পাদক সুয়াইবুর রহমান স্বপন, স্টাফ রির্পোটার আবু তাহের রাজু ও তাজবীর আহমদ ছাইম, ব্যবসায়ী নাজিম উদ্দিন, পিযুষ ও সাইদুল ইসলাম।বিয়ানীবাজার পৌরশহরে বিভিন্নভাবে জীবিকার সন্ধানে থাকা পঙ্গু, বৃদ্ধ, প্রতিবন্ধি ও অসহায় মহিলা-শিশুদের মধ্যে প্রথম পর্যায়ে চাল বিতরণ করা হয়। আগামী বৃহস্পতিবার দ্বিতীয় পর্যায়ে চাল বিতরণ করা হবে। একইভাবে বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে সমাজের এসব অবহেলীত মানুষের মধ্যে সহায়তা বিতরণ করবে এ সংগঠন।
সমাজের অসহায় অবহেলীত মানুষের মাঝে যুক্তরাষ্ট্র ভিত্তিক চ্যারেটি সংগঠন CFA’র সহায়তা প্রদান
শেয়ার করুন