-
সিলেট প্রতিনিধি
সিটি করপোরেশনসহ বরিশাল ও রাজশাহীতে আসন্ন সিটি নির্বাচনে মেয়র প্রার্থীর পক্ষে প্রচারণার জন্য তিনটি সমন্বয় কমিটি গঠন করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। তবে এসব দলে জায়গা পায়নি তাদের অন্যতম শরিক দল জামায়াতে ইসলামী।
বুধবার (৪ জুলাই) গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে জোটের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক সূত্র জানা যায়, সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ২০ দলীয় জোটের নির্বাচনী প্রচারণা টিমের সমন্বয়ক করা হয়েছে ইসলামী ঐক্যজোটের (একাংশ) চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুর রকিবকে, সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক আহমদ আবদুল কাদের।
এদিকে রাজশাহী সিটিতে সমন্বয়ক করা হয়েছে এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজাকে, সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান।
বরিশালের টিম সমন্বয়ক বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, ‘তিন সিটিতে নির্বাচনী প্রচারণা শুরু হলে বিএনপির পাশাপাশি জোটের প্রার্থীর পক্ষে আমরা প্রচারণায় নামবো।’
এ প্রসঙ্গে ২০ দলীয় জোটের সমন্বয়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘তিন সিটিতে ২০ দলীয় জোটের নির্বাচনী প্রচারণা সমন্বয়ের জন্য কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে এসব কমিটিতে পরে আরও অনেকে যুক্ত হবেন।’
আগামী ৩০ জুলাই এই তিন সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব স্থানে প্রতীক বরাদ্দের পর জোটের প্রার্থীর পক্ষে প্রচারণায় নামবে কমিটিগুলো।
-
জামায়াতকে ছাড়াই সিটি নির্বাচনে বিএনপির সমন্বয় কমিটি
শেয়ার করুন