- বিদেশ ডেস্ক
- ভারতের উত্তর প্রদেশ থেকে ১৩ জন অবৈধ বাংলাদেশি অভিবাসীকে গ্রেফতার করেছে পুলিশ। সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
- পুলিশ জানায়, প্রদেশের মাথুরা জেলার ইন্দিরানগর এলাকা থেকে অভিবাসীদের গ্রেফতার করা হয়। তাদের মধ্যে পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।
- গত ২৫ জুন কয়েকজন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছিল। তাদের দেওয়া সূত্র অনুযায়ী উত্তর প্রদেশে অভিযান চালিয়ে এই ১৩ জনকে গ্রেফতার করে পুলিশ।
- এক কর্মকর্তা জানান, স্থানীয় গোয়েন্দারা তাদের জিজ্ঞাসাবাদ করছেন। সার্কেল অফিসার জাগবির চৌহান বলেন, অভিবাসীরা ইতোমধ্যে স্থানীয় পরিচয়পত্র পেয়েছে। কিন্তু তারা এটা কিভাব পেল সেটা খতিয়ে দেখা হচ্ছে।
- আইপিসি আইন অনুযায়ী ওই ১৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানিয়ছেন ওই কর্মকর্তা।
উত্তর প্রদেশ থেকে ১৩ অবৈধ বাংলাদেশি অভিবাসী গ্রেফতার
শেয়ার করুন