ছয়ফুল আলম সাইফুলঃ
আজ ৫ জুলাই বিকাল ৫টায় কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের বন্যাদুর্গত ৯ নং ওয়ার্ডের কেওলাকান্দি, বিলেরপাড় আংশিক এলাকার প্রায় অর্ধশত পরিবারের মাঝে এভারগ্রীণ হাজীপুর এর কার্যনির্বাহী কমিটির সদস্য মন্ডলির নিজস্ব উদ্যোগে বন্যার্থদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়।
এসময় এভারগ্রীণ পরিবারের সাথে উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ কুতুব আলী, দুবাই প্রবাসি ৫ নং ওয়ার্ডের দেলোয়ার হুসেন, ছাত্রনেতা সালমান ইসলাম সোয়াইল, সাংবাদিক সাইফুল ইসলাম, ছাত্রনেতা এম পাবেল আহমদ, ছাত্রনেতা রুবেল, সমাজ সেবক সাইফুদ্দিন আহমদ সহ এলাকার বিশিষ্ট মুরব্বিয়ান গন। এভারগ্রীণ পরিবার সুবিধাবঞ্চিত মানুষের পাশে আছে, হাজীপুর ইউনিয়ন বন্যাকবলিত হওয়ার পর থেকে এভারগ্রীণ ধারাবাহিক ভাবে বন্যাদুর্গত মানুষের পাশে দাড়িয়ে কাজ করে যাচ্ছে। এভারগ্রীণ হাজীপুর এর সাধারন সম্পাদক ছাত্রনেতা আজিজুর রহমান আজিজ বলেন এভারগ্রীণ পরিবার হাজীপুর এর প্রতিটি অসহায় পরিবারকে সহযোগিতা করার জন্য বদ্ধপরিকর।আগামীতে এ এলাকায় আবারও অন্যানদের মধ্যে ত্রান সামগ্রী বিতরণ করবেন।