টরন্টোয় ফেনীবাসীদের পিকনিক ৫ আগষ্ট রবিবার

ইমাম উদ্দিন, টরন্টোঃ

কানাডার বসবাসরত বৃহত্তর ফেনীবাসীদের পিকনিক অনুষ্ঠিত হবে টরন্টোয় আগামী ৫ আগস্ট, রবিবার। এবারের স্পট কিড্স টাউন ওয়াটার পার্কের লা’এমোরক্স। স্কারবোরোর ৩১৫৯ বার্চমাউন্ট রোডে এটি অবস্থিত। ইন্টারসেকশন বার্চমাউন্ট এবং ম্যাকনিকল। এটি হচ্ছে সিটি অব টরন্টো পরিচালিত একমাত্র ওয়াটার পার্ক।

তৃতীয়বারের মতো আয়োজিত এ পিকনিকে কানাডায় অবস্থানরত ফেনীবাসীরা পরিবার পরিজনসহ অংশগ্রহণ করবেন । আশা করা হচ্ছে এবার প্রচুর সংখ্যক ফেনীবাসী পিকনিকে অংশগ্রগ্রহন করবেন।

পিকনিক চলেবে বেলা বারটা থেকে সন্ধা ছয়টা। গতবারের মতো এবারও পিকনিকে থাকছে র‌্যাফেল ড্র, শিশুদের জন্য মজার মজার খেলা, মহিলাদের পিলোপাসিং, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আর মধ্যাহ্ন ভোজে রয়েছে নানা মুখরোচক খাবার।

এবছর অংশগ্রহনকারী প্রতিজনের জন্য ফি নির্ধারন করা হয়েছে মাত্র ১০ ডলার। পাঁচ বছরের কম শিশুদের ফ্রি। অংশগ্রহণে আগ্রহীদের নাম রেজিস্ট্রেশন করতে হবে আগামী ৩১ জুলাই এর মধ্যে ফেসবুকে অথবা ইমেইলে fenicanada@gmail.com এই ঠিকানায়। এছাড়া ২৮৯৭ ডেনফোর্থ এভিনিউর জুয়েলার্স প্লাসে (জসিম উদ্দিন) অগ্রিম টিকিট কিনেও রেজিষ্ট্রেশন করা যাবে।

 

 

শেয়ার করুন