রোটারী জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে মানবসেবার মাধ্যমে নিজেদের ইতিবাচক পার্থক্য সৃষ্টি করে চলেছে –ডি.জি.মেরি লৌ হ্যারিসন
রোটারির সেবা মানুষের জন্য, মানবতার তরে -ডলি বেগম, এম.পি.পি.
সুহেল ইবনে ইসহাক, টরন্টোঃ
রোটারী জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে মানবসেবার মাধ্যমে নিজেদের ইতিবাচক পার্থক্য সৃষ্টি করে চলেছে I পোলিও নির্মূল রোটারির একটি অন্যতম সফল প্রজেক্ট I
গত ২ জুলাই সোমবার বিকেল ৭.৩০ ঘটিকার সময় টরন্টো সিটির ডেনফোর্থের ৯ ডজের রয়েল কানাডিয়ান লিজিয়ন হলে রোটারি ডিস্ট্রিক্ট-৭০৭০ টরোন্টো এর রোটারি ক্লাব অফ টরন্টো ডেনফোর্থের “৩য় ইনস্টলেশন অনুষ্ঠান” এ প্রধান অতিথির বক্ত্যবে রোটারি ডিস্ট্রিক্ট-৭০৭০, কানাডার গভর্নর রোটারিয়ান মেরি লৌ হ্যারিসন উপরোক্ত কথাগুলো বলেন। ডি.জি. হ্যারিসন আরো বলেন রোটারি ক্লাব অফ টরন্টো ডানফোর্থের শিক্ষা বিষয়ক সেমিনার সমূহ কমিউনিটিতে ইতিবাচক প্রভাব বয়ে আনবে, ডেনফোর্থ ক্লাবের আন্তর্জাতিক প্রজেক্টের মধ্যে বাংলাদেশে মায়ানমারের রোহিঙ্গ্যা শরণার্থীদের জন্য বাস্তবায়িত প্রজেক্টগুলো সহ বন্যার্তদের জন্য ত্রাণ বিতরণ প্রকল্প, বিনামূল্যে চুক্ষু শিবির সহ নানান প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে মানবতার সেবায় নিজেদেরকে ব্রত করেছে।
বিশেষ অথিতির বক্তব্যে রোটারি ডিস্ট্রিক্ট ৭০৭০ এর গভর্নর ইলেক্ট রোটারিয়ান বেথ সেলবি রোটারি ক্লাব অফ টরন্টো ডেনফোর্থের বিদায়ী বোর্ডকে ধন্যবাদ এবং নতুন বোর্ডকে অভিনন্দন জানান।
ক্লাবের বিদায়ী প্রেসিডেন্ট রোটারিয়ান মঈন চৌধুরীর সভাপত্বিতে, কানাডা ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনা ও চার্টার প্রেসিডেন্ট রোটারিয়ান ফরিদ উদ্দিন খান সিদ্দিকীর রোটারী প্রত্যয় পাঠের মাধ্যমে, ইনস্টলেশন অনুষ্ঠানের চেয়ারম্যান রোটারিয়ান মোহাম্মদ কামিল হোসাইন এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত এ ইনস্টলেশন অনুষ্ঠানের বিশেষ অথিতি হিসেবে বক্ত্যব রাখেন অন্টারিও প্রভিন্সিয়াল পার্লামেন্ট মেম্বার(এম.পি.পি.)ডলি বেগম। তিনি বলেন, “রোটারির সেবা মানুষের জন্য, মানবতার তরে।” তিনি রোটারি ক্লাবের কর্ম পরিকল্পনার সফলতা কামনা করেন।
বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন অন্টারিও প্রভিন্সিয়াল পার্লামেন্ট মেম্বার(এম.পি.পি.)রিমা বার্নস-ম্যাকগাউন। তিনি বলেন, “রোটারির সার্ভিস ও প্রজেক্ট সমূহ সারা বিশ্বে মানুষকে রোটারির প্রতি আকৃষ্ট করেছে।” রোটারির প্রকল্পসমূহ বাস্তবায়নে সকলের সহযোগিতা একান্ত দরকার বলে তিনি আশা প্রকাশ করেন।
গেস্ট অফ অনার সিটি কমিশনার জিনেট ডেভিস এর প্রতিনিধি দাইয়ান ডাইসন বলেন, “কমিউনিটিতে সেবামূলক কাজে রোটারি ক্লাব অফ টরন্টো ডেনফোর্থ এর জন্য সার্বিক সহযোগিতা থাকবে।” তিনি নতুন অভিষিক্ত সকল বোর্ড মেম্বারদের, পুরোনো কমিটির সকল সদস্যদের অভিনন্দন জানান। ডাইসন আশা প্রকাশ করেন আমাদের কমিউনিটিকে শক্তিশালী করতে রোটারী সহায়ক ভূমিকা পালন করতে পারে।
ক্লাবের সেক্রেটারি রোটারিয়ান সুহেল আহমেদ ক্লাবের বার্ষিক রিপোর্ট প্রসঙ্গে তার বক্তব্য উপস্থাপন করেন। বিদায়ী প্রেসিডেন্ট রোটারিয়ান মঈন চৌধুরী নতুন প্রেসিডেন্ট রোটারিয়ান খোরশেদ খান কে প্রেসিডেনশিয়াল কলার পরিয়ে এবং বিদায়ী সেক্রেটারি রোটারিয়ান সুহেল আহমেদ নতুন সেক্রেটারি রোটারিয়ান আ.ন.ম. ইউসুফ কে ক্লাবের চার্টার সনদ হস্তান্ত করার মাধ্যমে ক্লাবের দায়িত্ব হস্তান্তর করেন। এবং অনুষ্টানের পরবর্তী অংশ পরিচালনা করেন ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান এ.কে.এম. খোরশেদ খান।
রোটারি ফাউন্ডেশনে একহাজার ইউ.এস. ডলার করে অনুদান প্রধান করায় রোটারিয়ান আফরোজা বেগম ও রোটারিয়ান জিনাত হালিম কে আজীবন সম্মাননা সনদ প্রধান করেন রোটারি ডিস্ট্রিক্ট-৭০৭০ এর ফাউন্ডেশন চেয়ারম্যান পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর মাইকেল বেল।
প্রধান অথিতি ডি.জি. মেরি লৌ হ্যারিসন ও অন্নান্য অথিতিবৃন্দ পাবলিকেশন কমিটির চেয়ারম্যান রোটারিয়ান সাকলাইন জায়গীরদার, এডিটর রোটারিয়ান মিজানুর রহমান চৌধুরী, সদস্য রোটারিয়ান মুজিবুর রহমান, রোটারিয়ান এ.কে.এম. খুরশেদ খান, রোটারিয়ান সুহেল আহমেদ ও রোটারিয়ান আ.ন.ম. ইউসুফ কে সাথে নিয়ে ক্লাবের ইনস্টলেশন অনুষ্ঠানের দৃষ্টি নন্দন সুভেনির “দি ম্যাপেল লিফ” এর মোড়ক উন্মোচন করেন।
অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, অ্যাসিস্ট্যান্ট গভর্নর ইউসিফ কিওসা, রোটারি ডিস্ট্রিক্ট-৭০৭০ হতে বিভিন্ন ক্লাবের প্রেসিডেন্ট ও প্রতিনিধি বৃন্ধ সহ বিভিন্ন ক্লাবের রোটারিয়ানবৃন্ধ, তাদের পরিবারবর্গ ও রোটারি ক্লাব অফ টরন্টো ডেনফোর্থের রোটারিয়ানবৃন্ধ ও তাদের পরিবারবর্গ নিয়ে অথিতি উপস্থিত ছিলেন।
কানাডা ও বাংলাদেশের জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া এ ইনস্টলেশন অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন টরোন্টোর স্থানীয় নৃত্য শিল্পীরা। ধন্যবাদ প্রস্তাব রাখেন রোটারিয়ান রোটারিয়ান রোটারিয়ান মুজিবুর রহমান। সার্জেন্ট-এট-আর্মসের রিপোর্ট প্রদান করেন রোটারিয়ান চমন আফরোজ চৌধুরীI আপ্যায়ন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ইনস্টলেশন প্রোগ্রামের সমাপ্তি হয়।