- জালালাবাদবার্তা ডেস্ক:
- ‘চলে আমার সাইকেল হাওয়ার বেগে উইড়া উইড়া, নিউ ইয়র্ক সিটি দেখমু দুইজনে ঘুইরা ঘুইরা’- প্রিয়াঙ্কা চোপড়া আর নিক জোনাসের মনে হয়তো বাজছিল এমন গান!
-
গাড়ি রেখে গত ৪ জুলাই আমেরিকার স্বাধীনতা দিবস উদযাপন করতে সাইকেল নিয়ে বেরিয়েছিলেন তারা। প্যাডেলে পা রাখার পর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে রৌদ্রজ্জ্বল আবহাওয়া দারুণ উপভোগ করেছেন দু’জনে।
একে অপরের সঙ্গে মিলিয়ে প্রিয়াঙ্কা ও নিক পরেছিলেন সাদা টি-শার্ট। তাদের হাতে ছিল হাত। হাঁটতে গিয়ে কখনও নিকের চুলগুলো বুলিয়ে দিয়েছেন প্রিয়াঙ্কা, কখনওবা প্রেমিকের কাঁধে হাত রেখেছেন। সেইসব ছবি এখন অন্তর্জালে ভাইরাল। উভয়ের ফ্যান ক্লাবগুলো দেদার শেয়ার করে যাচ্ছে এগুলো। - দু’জনের কেউই সম্পর্কের ব্যাপারে পরিষ্কার করে কিছু না বললেও সম্প্রতি ভারত থেকে ফিরে গিয়ে নিউ ইয়র্ক সিটিতে হাত ধরে ঘুরে বেড়ানো বলে দিচ্ছে, ঠিকই প্রেমের সাম্পানে ভাসছেন প্রিয়াঙ্কা ও নিক। সেখানে তাদের সঙ্গে ছিলেন নিকের বড় ভাই জো জোনাস ও তার বাগদত্তা ‘গেম অব থ্রোনস’ তারকা সোফি টার্নার।