মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ৬ আহত-৩

  • সাইফুল ইসলাম
  • মৌলভীবাজারের যাত্রীবাহী সিএনজি অটোরিকশা এবং প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন।এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় আরো তিনজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
  • শনিবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে  মৌলভীবাজার শেরপুর সড়কের নাদামপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
  • নিহতরা হলেন, সিএনজি অটোরিকশা চালক লায়েক মিয়া (২২),অটোরিকশা যাত্রী নাহিদ আহমদ (২২)জাহাঙ্গীর তালুকদার (৩৮), শাদত তালুকদার,(২৩)শাহনাজ বেগম (২৮), সাইফ আহমদ (১২)।
  • আহতরা হলেন ইয়াসমিন বেগম (৩০), নুরজাহান (৩) ও মোস্তাক আহমদ (৪)।
  • নিহত সাজনা বেগমের ছেলে সায়েম আহমদ জানায়, আত্মীয়দের বাড়ি থেকে তার মা ও ভাই এবং দুই মামা বাড়ি ফিরছিলেন। সড়ক দুর্ঘটনায় তারা সবাই নিহত হয়েছেন।
  • প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শেরপুর থেকে মৌলভীবাজারের উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী সিএনজি অটোরিকশা সদর উপজেলার মনুরমুখ ইউনিয়নের নাদামপুর এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ২ জন ও বাকি ৪ জনকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাদেরকে মৃত্যু ঘোষনা করেন।
  • মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ জানান, সিএনজি আটো রিক্সায় থাকা একই পরিবারের ৪ জন সহ সিএনজি চালকও নিহত হন। অপর দিকে প্রাইভেট কারের চালক নিহত হন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন।
শেয়ার করুন