জালালাবাদবার্তা.কমঃ
বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা আজ চারিদিকে, পিছিয়ে নেই কানাডার বাংলাদেশীরাও। গত ৮ জুলাই ২০১৮ রবিবার কানাডিয়ান বাংলাদেশী কমিউনিটি (CBC) প্রথমবারের মতো আয়োজন করে ‘ব্রাজিল ফ্যন’ বনাম ‘আর্জেন্টিনা ফ্যন’ প্রীতি ফুটবল প্রতিযোগীতা। টরন্টো কানাডার বিশিষ্ট বিল্ডার, স্বনামধন্য রিয়েলেটর মনির ইসলাম এর আর্থিক সহযোগীতায় আয়োজিত খেলায় ব্রাজিল ফ্যন দলের সমন্বয়কের দায়িত্বে ছিলেন রাজিবুর রহমান (রুপক) এবং আর্জেন্টিনা ফ্যন দলের দায়িত্বে ছিলেন মাছুম চৌধুরী। রেফারীর দায়িত্ব পালন করেন ওসমান ওমর, রিজুয়ান রহমান এবং কে. তালহা।
প্রীতি ম্যাচে আর্জেন্টিনা ফ্যন দলের খেলোয়াড়রা হলেন, মাছুম চৌধুরী, আরিফ হোসেন, মোঃ হামিদ, ছামিন আতাহার, মোঃ আতিকুল ইসলাম, মঞ্জুরুজ্জামান শাওন, রিজভী জামান, আতিকুর রহমান আবির, নাজিউর রহমান অভি, শমিক রায়হান খান, কাজী ফয়ছল হক, রাকিন ইসলাম, ইমরানুল করিম (গোল কিপার), সামিউল সউদ এবং তুহিন সাদ্দাম।
ব্রাজিল ফ্যন দলের খেলোয়াড়রা হলেন, শিবলী আহমেদ, রাজিবুর রহমান –রুপক (গোল কিপার), রাফি হক, সামিয়ান সামি, আনোয়ার রিজওয়ান, নাহিদ, সাইফুল, সেমন সিকদার, রাকিব হাসান, আকরামুল আজিম, শামীম আতিক, রওনক সালেহিন, আবু সাঈদ এবং ইত্তেজা আহমেদ।
স্কারবরোর বার্চমাউন্ট ক্রিকেট গ্রাউন্ড (৯৭ বার্চমাউন্ট রোড, স্কারবরো) এ অনুষ্ঠিত প্রীতি ম্যাচে আর্জেন্টিনা ফ্যন দলকে ৫-৩ গোলে পরাজিত করে ব্রাজিল ফ্যন দল। কানাডিয়ান বাংলাদেশী কমিউনিটি (CBC) এর নেতৃবৃন্দ উভয় দলের খেলোয়াড়দের মধ্যে জার্সি প্রদান করেন। তবে আমন্ত্রিত দর্শকদের জন্য বিশ্বকাপ ফুটবলে তাদের পছন্দসই দেশের জার্সি পরে খেলা উপভোগ করেতে আমন্ত্রন জানানো হয়েছিল। সম্পূর্ণ খেলার ফটোগ্রাফির দায়িত্বে ছিলেন আবু সাঈদ।
CBC‘র এই ব্যতিক্রমী আয়োজনে সাধুবাদ জানিয়েছেন টরন্টোর বিশিষ্টজনেরা।