কুলাউড়া ক্যাবল নেটওয়ার্ক ফিড এসোসিয়েনের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ছয়ফুল আলম সাইফুলঃ

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কুলাউড়া ক্যাবল নেটওয়ার্ক ফিড এসোসিয়েনের মাসিক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
গত ৯ জুলাই সোমবার বিকাল ৫টায় চৌধুরী বাজার ক্যাবল নেটওয়ার্কস এর স্বত্তাধিকারী ও এসোসিয়েশনের সহ-সাধারন সম্পাদক রফিকুল ইসলাম স্বপনের অফিসে এবং তিনির সভাপতিত্বে ফেন্ডস স্যাটেলাইটের স্বত্তাধিকারী ও এসোসিয়েশনের সহ-সভাপতি দীপক ধর এর পরিচালনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন এস এস ক্যাবল নেটওয়াকের পরিচালক ও এসোসিয়েশনের সভাপতি ছয়ফুল আলম সাইফুল, একুশে স্যাটেলাইটের স্বত্তাধিকারী এসোসিয়েশনের সাধারন সম্পাদক মোঃ ছাদিকুর রহমান, আর বি ক্যাবল টিভি নেটওয়ার্ক এর স্বত্তাধিকারী এসোসিয়েশনের কোষাধ্যক এম এ আহাদ,
এসোসিয়েশনের সহ-সাধারন সম্পাদক হিংগাজিয়া আর এম স্যাটেলাইটের স্বত্তাধিকারী মোঃ রমিজ মিয়া, সাংগঠনিক সম্পাদক ঘাটের বাজার আনন্দ স্যাটেলাইট এর পরিচালক আবু তাহের তোয়াহিদ, এসোসিয়েশনের সহ-সাংগঠনিক সম্পাদক শাহান ক্যাবল নেটওয়ার্কস এর পরিচালক মোঃ সোহেল আহমদ, এসোসিয়েশনের প্রচার সম্পাদক ভুকশিমইল ক্যাবল নেটওয়ার্কস এর পরিচালক মোঃ ফয়ছল আহমদ, এসোসিয়েশনের সহ- প্রচার সম্পাদক সিক্স ফ্লাওয়ার ক্যাবল টিভি স্যাটেলাইটের পরিচালক মোঃ রুবেল আহমদ, এসোসিয়েশনের সহ- কোষাধ্যক চুনঘর ফেন্ডস স্যাটেলাইট-২ এর পরিচালক সিরাজুল ইসলাম আজাদ, এসোসিয়েশনের দপ্তর সম্পাদক শরীফপুর ক্যাবল নেটওয়ার্ক এর স্বত্তাধিকারী মোঃ সাধন শর্ম্মা প্রমুখ। মতবিনিময় সভা শেষে এসোসিয়েশনের সভাপতি ছয়ফুল আলম সাইফুল সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আগামী ৬ আগষ্ট মাসিক মতবিনিময় সভা সাংগঠনিক সম্পাদক ঘাটের বাজার আনন্দ স্যাটেলাইট এর পরিচালক আবু তাহের তোয়াহিদের অফিসে করার সিন্দান্ত হয়। চৌধুরী বাজার ক্যাবল নেটওয়ার্কস এর স্বত্তাধিকারী ও এসোসিয়েশনের সহ-সাধারন সম্পাদক রফিকুল ইসলাম স্বপনের এর দেওয়া ডিনার পাঠিতে সবাই অংশ গ্রহন করে সভার কাজ শেষ হয়।

 

 

শেয়ার করুন