কমলগঞ্জ প্রেস ক্লাবের কার্যকরী কমিটির নির্বাচন-২০১৮ বিশ্বজিৎ রায়- সভাপতি, মোঃ মোস্তাফিজুর রহমান সম্পাদক নির্বাচিত

  • কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
    কমলগঞ্জ প্রেসক্লাবের ২০১৮-২০২০ সালের কার্যকরী কমিটির নির্বাচনে দৈনিক জনতার কমলগঞ্জ প্রতিনিধি বিশ্বজিৎ রায় সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের কমলগঞ্জ প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান সম্পাদক নির্বাচিত হয়েছেন। আগামী ১৭ জুন নির্বাচন হওয়ার কথা থাকলেও গতকাল সভাপতি পদে ১জন ও সহঃ সভাপতি পদে ২ জন প্রার্থী মতাদের মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় কার্যকরী কমিটির কোন পদে প্রতিদ্বন্ধী প্রার্থী না থাকায় নির্বাচন কমিশন আজ বিকাল ৪ ঘটিকায় সকলপদের প্রার্থীকে বিনা প্রতিদ্ধন্ধীতায় নির্বাচিত হিসাবে চুড়ান্ত ফলাফল ঘোষনা করে।
    কমিটির অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, সহ সভাপতি পদে শাব্বীর এলাহী (দৈনিক আমাদের সময়), যুগ্ন সম্পাদক-১ – সৈয়দ মোকাম্মেল আলী মুন্না ( দৈনিক আজকের সংবাদ), যুগ্ন সম্পাদক-২- এ,কে,এম শাহনেওয়াজ (দৈনিক বাংলা নবকন্ঠ), অর্থ ও দপ্তর সম্পাদক রাজকুমার সৌমেন্দ্র সিংহ (বাংলাদেশ বেতার), প্রচার প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক পদে এস,এস এবাদুল হক (দৈনিক সংবাদ সংযোগ), ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক পদে মোঃ শামসুর রাজা চৌধুরী (দৈনিক গণজাগরণ), কার্যনির্বাহী সদস্য, এম,এ,ওয়াহিদ রুলু ( দৈনিক ইনকিলাব), অলক দেব (দৈনিক ভোরের কাগজ), পিন্টু দেবনাথ(দি বাংলাদেশ টু ডে) শাহীন আহমেদ (দৈনিক সংবাদ) ।
শেয়ার করুন