মহা-সমারোহে চলছে জালালাবাদ মহাসম্মেলন ২০১৮ এর প্রস্তুতি

ছিদরাত চৌধুরীঃ

আর মাত্র ১১ দিন বাকি, প্রস্তুতির যেন শেষ নাই। ডেনফোর্থের বাঙ্গালী পাড়ায় সন্ধ্যার পর থেকেই বৃহত্তর সিলেটবাসীর প্রাণের সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো, অন্টারিও, কানাডার নেতৃবৃন্দ ও সদস্যদের ব্যস্ততা চোঁখে পড়ার মতো। উদ্দেশ্য একটাই, কিভাবে সফল করা যায় আসন্ন ৩য় জালালাবাদ মহাসম্মেলন ২০১৮? প্রায় প্রতি রাতেই চলছে প্রস্তুতি সভা।

প্রধান অতিথি, বিশেষ অথিতি, দেশী-বিদেশী শিল্পীবৃন্দের উপস্থিতি ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন অায়োজকরা। এখন চলছে চুড়ান্ত প্রস্তুতি, ক্ষুদ্র ক্ষুদ্র মাইক্রস্কুপিক বিষয়াদির দিকে নজর এখন সম্মেলন প্রস্তুতি কমিটির।

৩য় জালালাবাদ মহাসম্মেলন ২০১৮ তে সমাগম ঘটবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সিলেট বিভাগবাসী তথা জালালাবাদবাসীদের। এসোসিয়েনের সভাপতি এবং মহাসম্মেলনের আহবায়ক খসরুজ্জামান চৌধুরী বলেন, “যদিও জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো সম্পূর্ণ রাজনীতিমুক্ত একটি সামাজিক সংগঠন, আমরা আশা করছি কানাডায় বাংলাদেশীদের সকল সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের উপস্থিতি ঘটবে এই মিলন মেলায়।”

সম্মেলন কমিটির মহা সচিব সাইফুদ্দিন চৌধুরী ভুট্টু বলেন, “আমরা চেষ্টা করছি সর্বজন গ্রহীত একটি সম্মেলন উপহার দেওয়ার। আমরা সকলেই কোনও না কোনও রাজনৈতিক দলের নেতা, কর্মী কিংবা সমর্থক আর এই ব্যাপারটা মাথায় রেখে আমরা আমাদের প্রধান অতিথি সহ সকল বিশেষ অতিথি নির্বাচন করেছি।”

সম্মেলনের প্রধান সমন্বয়ক এবং জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর সাধারন সম্পাদক মোহাম্মদ রুকনউজ্জামানের ভাষায় সিলেটের ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, সাহিত্য, পর্যটন সহ বিশ্বায়নে জালালাবাদবাসীর অবদান বিশ্ববাসীদের সামনে উপস্থাপন করাই এই সম্মেলনের প্রধান উদ্দেশ্য। আর সেই লক্ষ্যেই সম্মেলনের চুড়ান্ত প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

প্রসঙ্গত, আগামী ২১ এবং ২২ জুলাই (শনি ও রবিবার) টরন্টোর ডাউন টাউনের ড্যানিয়েল স্পেকট্রাম ও তাঁর পার্শ্ববর্তী এলাকা জুড়ে জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর আয়োজনে টানা দুইদিন ব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩য় জালালাবাদ মহাসম্মেলন ২০১৮।

সম্মেলনে কানাডার সকল বাংলাদেশীদের দাওয়াত জানিয়েছেন সম্মেলন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।

 

 

শেয়ার করুন