সোনালি বেন্দ্রে

নিজের চুল কেটে কাঁদলেন সোনালি বেন্দ্রে। আর সেই ভিডিও আজ মঙ্গলবার তিনি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। ভিডিওতে দেখা যায়, নিউইয়র্কের একটি সেলুনে নিজের পছন্দের চুল কেটে তিনি কেমন যেন অন্যমনস্ক হয়ে যান। হাত দিয়ে মুখ ঢাকেন। একসময় কেঁদে ফেললেন। ক্যানসারের চিকিৎসার জন্য নিজের হেয়ার স্টাইলও বদলে ফেলেছেন। তার মানে, ক্যানসারের চিকিৎসার জন্য তিনি পুরোপুরি প্রস্তুত। চুল ছোট করে বলিউডের একসময়ের জনপ্রিয় এই তারকা তা-ই বোঝাতে চেয়েছেন। পরিস্থিতি যা-ই হোক, ক্যানসারের কাছে হার মানবেন না।

সোনালি বেন্দ্রের শরীরে হাইগ্রেড ক্যানসার ধরা পড়েছে, আর তা ছড়িয়ে পড়ছে সারা দেহে। চিকিৎসকদের মতে, সোনালি বেন্দ্রের দেহে ক্যানসার এখন চতুর্থ স্টেজে রয়েছে। আর তা খুবই ঝুঁকিপূর্ণ ও আশঙ্কাজনক। মোটেও ভালো নয়। নিজের এই অসুস্থতার কথা গত বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে টুইটারে লিখেছেন বলিউডের একসময়ের জনপ্রিয় এই তারকা। নিউইয়র্কে এখন তাঁর চিকিৎসা হচ্ছে।

চিকিৎসা প্রসঙ্গে সেই টুইট বার্তায় সোনালি লিখেছেন, ‘এ পরিস্থিতি সামাল দেওয়ার জন্য দ্রুত উন্নত চিকিৎসা নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আমি চিকিৎসকের পরামর্শে তা-ই করছি।’ বিবৃতির শেষে সোনালি লেখেন, ‘আমি এই যুদ্ধ চালিয়ে যাব। আমি জানি, এই যুদ্ধে আমার শক্তি হয়ে পাশে থাকবে আমার পরিবার ও বন্ধুরা।’

সুত্রঃ প্রথম আলো

 

শেয়ার করুন