১২ তম টরন্টো বাংলা বইমেলা সফল হয়েছে

গত ৭ ও ৮ জুলাই অনুষ্ঠিত হলো ১২ তম টরন্টো বাংলা বইমেলা। টরন্টো বইমেলার এক যুগ উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানমালা টরন্টোবাসীকে অনেকদিন মুগ্ধ করে রাখবে। ১২ তম বইমেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রখ্যাত কথা সাহিত্যিক সেলিনা হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কবি আসাদ চৌধুরী, ছড়াকার লুৎফর রহমান রিটন, কথা সাহিত্যিক জাকির তালুকদার, কবি দিলারা হাফিজ ও লেখক নাজমুন্নেসা পিয়ারি। এ বছর বাংলাদেশের সর্বাধিক সংখ্যক স্বনামখ্যাত প্রকাশক অংশ নেন মেলায়। এদের মধ্যে ছিলেন অঙ্কুর প্রকাশনীর মেজবাহউদ্দিন, অনন্যা প্রকাশনীর মুনিরুল হক, সময় প্রকাশনীর ফরিদ আহমেদ, কথাপ্রকাশের জসিম উদ্দিন ও নালন্দার রেদোয়ানুল জুয়েল। এবারের বইমেলা অনুষ্ঠিত হয়েছে শহরের বাঙ্গালি এলাকা বলে খ্যাত ড্যানফোর্থের ৯ ডজ রোডে, রয়েল লিজিয়ন হলে।
সকাল ১১ টা থেকে রাত ১১ টা পর্যন্ত দিনব্যাপী মেলায় বই প্রদর্শনী ছাড়াও ছিল আলোচনা অনুষ্ঠান, সেমিনার, কবিতা আবৃতি, কবিতা উৎসব, শিশু কিশোরদের জন্য বিশেষ অনুষ্ঠান, নৃত্য, চলচ্চিত্র প্রদর্শনী, লেখক প্রকাশকদের মুখোমুখী আড্ডা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশ ছাড়াও কানাডা ও আমেরিকার লেখক এবং প্রকাশকরা মেলায় অংশ নেন। মেলা উপলক্ষ্যে একটি বনার্ঢ্য স্যুভেনীর প্রকাশিত হয়েছে। সম্পাদনার দ্বায়িত্বে ছিলেন জসিম মল্লিক। বইমেলায় এবারের নতুন সংযোজন ছিল র‍্যালি। র‍্যালি শুরু অনুষ্ঠিত হয় সকাল ১১ টায় ড্যানফোর্থ অন্যমেলার সামনে থেকে। র‍্যালি এবং ফিতা কেটে মেলা উদ্বোধন করেন প্রধান অতিথি সেলিনা হোসেন। স্বাগত বক্তব্য দেন টরন্টো বাংলা বইমেলার আহ্বায়ক সাদি আহমেদ। তিনি তার বক্তব্যে অতিথিদের আগমনের জন্য ধন্যবাদ দেন এবং দুদিন মেলা উপভোগ করার জন্য টরন্টোবাসীকে আহবান জানান। এবারের দু’দিনব্যাপী অনুষ্ঠানমালায় ব্যাপক পাঠক ও দর্শকের উপস্থিতি ছিল। বইমেলায় প্রচুর সংখ্যক বই বিক্রী হয়েছে।
এবারের মেলায় নতুন সংযোজন ছিল লেখক ও প্রকাশক ও পাঠ আড্ডা যা বইমেলায় নতুন মাত্রা যোগ করে। এতে লেখক ও প্রকাশকরা তাদের বিভিন্ন অভিজ্ঞতা বর্ণনা করেন যা দারুন প্রশংসা পায়। এই পর্বে যোগ দেন লেখক সেলিনা হোসেন, আসাদ চৌধুরী, লুৎফর রহমান রিটন, দিলারা হাফিজ, মোস্তাফা চৌধুরী ও নূর কাজী। প্রকাশকদের মধ্যে অংশ নেন ফরিদ আহমেদ, মুনিরুল হক, জসিম উদ্দিন, রেদোয়ানুল জুয়েল প্রমুখ।কথপকথন পর্বটি শ্রোতা দর্শকরা মুগ্ধ হয়ে উপভোগ করেন। বিষয় ছিল ’মূল দেশের সাহিত্য ও প্রবাসী সাহিত্য একটি তুলনামূলক আলোচনা’। অংশ নেন সেলিনা হোসেন, আসাদ চৌধুরী, লুৎফর রহমান রিটন, দিলারা হাফিজ ও নাজমুন্নেসা পিয়ারি। মনোমুগ্ধকর, জ্ঞানগর্ভ এবং গভীর সাহিত্য বিষয়ে আলোচনায় হলভর্তি দর্শকরা বিমোহিত হন। দুটি পর্বই সঞ্চালনা করেন লেখক জসিম মল্লিক। পুরো বইমেলা ব্যবস্থাপনা এবং সমন্বয় করেছেন আহবায়ক সাদী আহমেদ, আশরাফ আলী, হাসিনা জামানা, সাঈদা বারী এবং জসিম মল্লিক। সহযোগিতা করেছেন মুনির বাবু। বিভিন্ন পর্বে উপস্থাপনায় ছিলেন আসমা আহমেদ, মেরি রাশেদিন ও দিলারা নাহার বাবু, অরুনা হায়দার। কবিতা উৎসব পর্বটি সঞ্চালনা করেন মেহরাব রহমান। সঙ্গীত পরিবশেন করেন মোনালিসা বড়ুয়া, মামুন কায়সার, ফরহানা শান্তা, শিখা রউফ ও শহিদ খন্দকার টুকু। নৃত্য পরিবেশনায় ছিল সুকন্যা।

(বিজ্ঞপ্তি)

 

শেয়ার করুন