ঘুরে আসুন সাসকাচুয়ান

ইমাম উদ্দিন, টরন্টো::

সাসকাচুয়ান কানাডার অন্যতম একটি সুন্দর প্রদেশ। এই প্রদেশের কোনো প্রাকৃতিক সীমানা নেই। আয়তন ৬,৫১,৯০০ বর্গকিলোমিটার। সাসকাচুয়ান এর পশ্চিমে অ্যালবার্টা, উত্তর দিকে উত্তরপশ্চিম অধীনস্থ অঞ্চলসমূহ, পূর্বদিকে ম্যানিটোবা, উত্তর পূর্বে নুনাভাট প্রদেশ, এবং দক্ষিণে মার্কিন যুক্তরাষ্ট্রের মন্টানা ও নর্থ ডাকোটা রাজ্য দ্বারা বেষ্টিত।
সাসকাচুয়ানের জনসংখ্যা আনুমানিক ১১,৬৩,৯২৫ জন। মোট জনসংখ্যার মধ্যে, প্রায় অর্ধেক রাজধানী রেজাইনায় বসবাস করে। অন্যান্য উল্লেখযোগ্য শহরগুলি হল প্রিন্স আলবার্ট, মুস জাও, ইয়র্কটন, সুইফট কারেন্ট, নর্থ ব্যাটেলফোর্ড, মেলফোর্ট এবং সীমান্তবর্তী শহর লয়েডমিনস্টার (আংশিকভাবে অ্যালবার্টায়)।এখানেও প্রচুর বাংলাদেশী সপরিবারে বসবাস করেন। ইমিগ্র্যান্ট হয়ে আসা তুলনামুলকভাবে সহজ সাসকাচুয়ানে।
বিভিন্ন আদিবাসী হাজার হাজার বছর ধরে সাসকাচুয়ানে বসবাস করছে। ১৬৯০ খ্রিস্টাব্দে ইউরোপীয়রা এখানে আসে এবং বসতি স্থাপন করে ১৭৭৪ সাল থেকে। এটি ১৯০৫ সালে কানাডার একটি প্রদেশ হিসেবে প্রতিষ্ঠা পায়। বিংশ শতাব্দীর প্রথম দিকে প্রদেশটি কানাডীয় সামাজিক গণতন্ত্রের জন্য একটি দুর্গ হিসেবে পরিচিত হয়ে ওঠে। উত্তর আমেরিকার প্রথম সামাজিক-গণতান্ত্রিক সরকার নির্বাচিত হয়েছিল এখানে ১৯৭৪ সালে। এই প্রদেশের অর্থনীতি মুলত কৃষি, খনি এবং বিদ্যুত। সাসকাচোয়ান বর্তমান প্রিমিয়ার স্কট মো। ১৯৯২ সালে, ফেডারেল এবং প্রাদেশিক সরকার সাসকাচোয়ানের ফার্স্ট ন্যাশানের সাথে একটি ঐতিহাসিক ভূমি দাবি চুক্তি স্বাক্ষরিত হয়।

সাসকাচুয়ান বেড়াতে গেলে দেখার মতো অনেক কিছুই আছে। রয়্যাল সাসকাচুয়ান যাদুঘরটি দেখার মতো। এটি রাজধানী রেজাইনায়। মুলত কানাডার আদিবাসী জনগোষ্ঠীদের জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে এই যাদুঘরে। সাসকাচুয়ান অন্যতম আকর্ষণ এর মধ্যে আছে ওয়াসকানা সেন্টার ও প্রিন্স আলবার্ট ন্যাশনাল পার্ক। ২৩০০ একর জায়গা নিয়ে অবস্থিত ওয়াসকানা সেন্টার পার্কটি একটি বিনোদনমূলক, সাংস্কৃতিক কেন্দ্র। ১৯০৭ সালে প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি অব সাসকাচুয়ান কানাডার অন্যতম একটি শিক্ষা ও গবেষণা কেন্দ্র। আর ইউনিভার্সিটি অব রেজিনা প্রতিষ্ঠিত হয় ১৯১১ সালে। সাসকাচুয়ানে বেড়াতে এলে এই দু’টি বিশ্ববিদ্যালয়সহ আরও অনেক কিছুই দেখতে পাবেন। আর স্থানীয় বাঙালীরাতো বেশ অতিথিপরায়ন।

অনেক কিছুই জানলাম। বাড়ীর দাম কেমন আর চাকুরী বাজারটা কেমন এখন তা জানা যাক। রেজিনাতে ডুপ্লেক্স ডিটাচ্ট একটি বাড়ীর দাম আনুমানিক চার লাখ ডলার। তবে একটু দূরে গেলে দাম অনেক কম। আর চাকুরীর বাজারটা খুব চ্যালেঞ্জিং।

টরন্টো থেকে ট্রেনে অথবা বিমানে যেতে পারেন সাসকাচুয়ান। ট্রেনে যেতে দুই দিনের বেশি লাগবে। আর ভাড়া জনপ্রতি ১৮০ থেকে ২৫৫ ডলার। প্লেনে গেলে লাগবে তিন ঘন্টা। ভাড়া আনুমানিক ৪০০-৫০০ ডলার।

 

 

ইমাম উদ্দিন, টরন্টো

 

 

শেয়ার করুন