শ্রীমঙ্গল প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার পৃথক স্থান থেকে দুটি লজ্জাবতী বানর উদ্ধার করেছে শ্রীমঙ্গলের বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন। এর মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি লজ্জাবতী বানরের হাতের কবজি পুড়ে গেছে। গত শনিবার ও গতকাল রোববার উপজেলার রামনগর মণিপুরি পাড়া ও লামুয়া গ্রাম থেকে এ দুটি বানর উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সঞ্জিত দেব জানান, গত শনিবার উপজেলার কালাপুর ইউনিয়নের লামুয়া গ্রাম থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত অবস্থায় একটি লজ্জাবতী বানরকে উদ্ধার করা হয়েছে। প্রাণীটির বাঁ হাতের কবজি পুরোটা পুড়ে গেছে। উপজেলা প্রাণিসম্পদ বিভাগের চিকিৎসকদের পরামর্শ নিয়ে বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনে রেখে সেটির চিকিৎসা চলছে। হাতের কবজির পুড়ে যাওয়া অংশ অস্ত্রোপচার করে কেটে ফেলা হতে পারে। এ জন্য প্রাণীটির একটু সুস্থ হওয়ার অপেক্ষা করা হচ্ছে।
শ্রীমঙ্গল প্রাণিসম্পদ বিভাগের ভেটেরিনারি সার্জন আরিফুর রহমান জানান, ‘বৈদ্যুতিক তারের স্পর্শে লজ্জাবতী বানরের বাঁ হাতের কবজি পুড়ে গেছে। এটিকে পুরোপুরি সুস্থ করে তুলতে একটু সময় লাগবে। আমরা এর চিকিৎসার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করছি, এটিকে সুস্থ করে তুলতে পারব।’