জালালাবাদবার্তা.কমঃ
বিশ্বকাপ ফুটবল প্রায় শেষের দিকে, আগামী ১৫ জুলাই ২০১৮ (রবিবার) ফাইনাল খেলায় ফ্রান্স এর বিপরীতে খেলছে ক্রোরেশিয়া। আর তারই মধ্য দিয়ে শেষ হয়ে যাবে ফুটবল (সকার) ভক্তদের উন্মাদনা। কিন্তু না, টরন্টোতে কিন্তু ফুটবলের আমেজ শেষ হয়ে যাচ্ছে না। টরন্টোর ফুটবল প্রেমী সুমন আহমেদ, এম. আর. আজিজ ও সাইফুল ইসলাম (তাজুল) এর ব্যক্তিগত উদ্দ্যোগে একঝাঁক তরুণ ফুটবলাদের সার্বিক সহযোগীতায় আগামী ২৯ জুলাই ২০১৮ (রবিবার) বিকাল ৬ টায় টরন্টোর ডেন্টোনিয়া পার্ক ফুটবল মাঠে শুরু হতে যাচ্ছে ওসমানী কাপ প্রীতি ফুটবল টুর্ণামেন্ট ২০১৮। খেলায় প্রতিযোগীতা করছে টরন্টো টাইগার্স বনাম বাংলাদেশ ফুটবল ক্লাব মন্ট্রিয়াল।
টরন্টো বনাম মন্ট্রিয়ালের এই ফুটবল খেলা উপভোগ করার জন্য টরন্টোতে বসবাসরত সকল ফুটবলপ্রেমীদের উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন আয়োজকরা। আয়োজকবৃন্দের মধ্যে সুমন আহমদ জালালাবাদবার্তা.কম কে জানান, “শরীর ও মনকে সুস্থ্য রাখতে খেলার কোনও বিকল্প নাই। ফুটবল হচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং সাস্থ্যকর খেলা। আর নতুন প্রজন্মকে বিপথগামী হওয়া থেকে বিরত রেখে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যেই আমাদের এই প্রচেষ্টা। আমরা আশাকরি টরন্টোতে বসবাসকারী যারা ফুটবলকে ভালবাসেন তাদের সকলের উপস্থিত ঘটবে আমাদের এই প্রীতি ম্যাচে।“
খেলা আয়োজন ও পরিচালনায় সার্বিক সহযোগীতায় রয়েছেন, কোহিনুর ইসলাম তানবির, ফরিদ, তাজুল ইসলাম, দিপু, আনোয়ারুল মিয়া, টিটু আহমেদ, রবিন ইসলাম, ময়েজ উদ্দিন, জাওয়াদ আহমেদ সহ আরও অনেকে।