মাহফুজ চৌধুরীঃ
যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা, কমনওয়েলথ সেক্রেটারীয়েটের সাবেক উর্ধ্বতন কর্মকর্তা আলহাজ্ব আকলিছ উদ্দিন চৌধুরী ১৩জুলাই শুক্রবার দুপুরে ইষ্ট লন্ডনের লাইটনস্থ তার বাসবভনে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ব্যক্তিগত জীবনে তিনি একজন কস্ট একাউন্টটেন্ট ছিলেন। মরহুমের পারিবাকি সূত্রে জানা যায়, যুক্তরাজ্যের ইষ্ট লন্ডন মসজিদে জানাজা শেষে সেখানেই তার দাফন সম্পন্ন হবে। গোলাপগঞ্জ পৌর এলাকার রণকেলী গ্রামের আদি বাসিন্দা আলহাজ্ব আকলিছ উদ্দিন চৌধুরী তার নিজ এলাকার উন্নয়নের জন্য ২০১০ সালে প্রতিষ্ঠা করেন আলহাজ¦ আকলিছ উদ্দিন চৌধুরী এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাষ্ট। এ ট্রাষ্টের মাধ্যমে পৌর এলাকার ৩টি মাধ্যমিক বিদ্যালয় ২টি মাদ্রাসা ও ৩টি মসজিদে উন্নয়ন এবং এলাকার দরিদ্র মানুষের কল্যাণে বার্ষিক প্রায় ৩ লক্ষাধিক টাকা ব্যায়ীত হয়। এদিকে যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা, বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব আকলিছ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম, গোলাপগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র হেলালুজ্জামান হেলাল, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী,আলহাজ্ব আকলিছ উদ্দিন চৌধুরী এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাষ্ট সেক্রেটারি, শাবি’র সহযোগী অধ্যাপক শফিকুর রহমান চৌধুরী,কোষাধ্যক্ষ সফির আহমদ চৌধুরী আফছর মরহুমেরর মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।