আলহাজ্ব আকলিছ চৌধুরীর মৃত্যুতে ছাদ চৌধুরীর শোক প্রকাশ

জালালাবাদবার্তা.কমঃ

কমনওয়েলথ সেক্রেটারীয়েটের সাবেক উর্ধ্বতন কর্মকর্তা, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা আলহাজ্ব আকলিছ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর সাবেক সভাপতি এবং জালালাবাদবার্তা.কম এর সম্মানিত উপদেষ্টা জনাব ছাদ চৌধুরী এক শোক বার্তায় মরহুমেরর মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

১৩ জুলাই ২০১৮ (শুক্রবার) দুপুরে আলহাজ্ব আকলিছ উদ্দিন চৌধুরী ইষ্ট লন্ডনের লাইটনস্থ তার নিজ বাসবভনে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি ছিলেন একজন কস্ট একাউন্টটেন্ট। গোলাপগঞ্জ পৌর এলাকার রণকেলী গ্রামের আদি বাসিন্দা আলহাজ্ব আকলিছ উদ্দিন চৌধুরী তার নিজ এলাকার উন্নয়নের জন্য ২০১০ সালে প্রতিষ্ঠা করেন আলহাজ্ব আকলিছ উদ্দিন চৌধুরী এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাষ্ট। এ ট্রাষ্টের মাধ্যমে পৌর এলাকার ৩টি মাধ্যমিক বিদ্যালয় ২টি মাদ্রাসা ও ৩টি মসজিদে উন্নয়ন এবং এলাকার দরিদ্র মানুষের কল্যাণে বার্ষিক প্রায় ৩ লক্ষাধিক টাকা ব্যায়ীত হয়।

ছাদ চৌধুরী, টরন্টো

শেয়ার করুন