বন্যা সমস্যার স্থায়ী সমাধান ও আমাদের করণীয় শীর্ষক সেমিনার

  • স্টাফ রিপোর্টার॥ নদী ও হাওর খনন,বাঁধ রক্ষা এবং মৌলভীবাজারে বন্যা সমস্যার স্থায়ী সমাধান ও আমাদের করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
  • ১৪ জুলাই শনিবার সকালে মনু ও ধলাই নদী খনন চাই ওয়ার্ল্ড ওয়াইড হোয়াটসঅ্যাপ গ্রুপের উদ্যোগে স্থানীয় একটি অভিজাত রেষ্টুরেন্টে বিশিষ্ট কমিউনিটি নেতা হোয়াটসঅ্যাপ গ্রুপের অন্যতম এডমিন মোঃ বশির খাঁন-এর সভাপতিত্বে ও শেখ বোরহান উদ্দিন (র.) ইসলামী সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম.মুহিবুর রহমান মুহিব এর সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য, সৈয়দা সায়রা মহসিন।
  • প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও হাওর উন্নয়ন বোর্ডের সাবেক মহাপরিচালক, বিশিষ্ট পানি বিশেষজ্ঞ মোঃ ইনামুল হক।
  • মূলপ্রবন্ধ উপস্থান করেন মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রনেন্দ্র শংকর চক্রবর্ত্তী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, প্রেসক্লাব মৌলভীবাজারের সভাপতি আব্দুল হামিদ মাহবুব, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি ও বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সৈয়দ আশরাফুর রহমান, দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্টির সভাপতি কামাল হোসেন, সাংবাদিক সৌমিত্র দেব টিটু।
  •  স্বাগত বক্তব্য রাখেন হায়াটসঅ্যাপ গ্রুপের অন্যতম এডমিন খালেদ চৌধুরী, ব্রিটেন থেকে টেলি কনফারেন্সে বক্তব্য রাখেন হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েটার ও এডমিন মোঃ মকিস মনসুর আহমদ, মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. মুজিবুর রহমান মুজিব, বাংলার দিন সম্পাদক বকশি ইকবাল আহমদ, বাসস জেলা প্রতিনিধি ডাঃ ছাদিক আহমেদ, মৌলভীবাজারের প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি, টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের মৌলভীবাজার জেলা সভাপতি শাহ অলিদুর রহমান, সাংবাদিক আকমল হোসেন নিপু,জেলা জাতীয় পার্টির সভাপতি সৈয়দ শাহাব উদ্দিন আহমদ, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, জেলা পরিষদের সদস্য মামুনুর রশিদ চৌধুরী, মশিউর রহমান রিপন, সৈয়দা জেরিন আক্তার, মৌলভীবাজার মহিলা কলেজের অধ্যক্ষ (অব.) অধ্যাপক শাহজাহান, মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলর আয়াছ আহমদ, কামারচাক ইউ.পি চেয়ারম্যান নাজমুল হক সেলিম, ফতেপুর ইউ.পি চেয়ারম্যান নুকুল চন্দ্র দাস, কনকপুর ইউ.পি চেয়ারম্যান রেজাউর রহমান চৌধুরী, ঢাকা ব্যাংক লি: মৌলভীবাজার শাখার ম্যানেজার মোঃ ছদরুল ইসলাম সোয়েব, সাংবাদিক মোঃ শাহজাহান মিয়া, এমদাদুল হক, রেড ক্রিসেন্ট সোসা: মৌলভীবাজারের সাবেক সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন আহমদ, একাটুনা ফাউন্ডেশনের সভাপতি সিরাজুল ইসলাম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফয়ছল মনসুর, আক্তার উদ্দীন আহমদ, বাঁধন থিয়েটারের সভাপতি রুহেল আহমদ চৌধুরী, ব্যাংক শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক কে.এম. আকলু, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান রোকেয়া চৌধুরী, দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষিকা (অব.) সোয়ারা বেগম, গ্রীণহিল ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান আবুল কাসেম আহমদ, হোয়াটসঅ্যাপ গ্রুপের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সেলিনা বেগম, আতাউর রহমান, ইহাম মুজাহিদ, শেখ কামরুল হাসান, ওয়াসিম আহমেদ নিশান, নাজমুল হোসাইন, সোহান হোসাইন হেলাল, রুমেন আহমদ, ফয়েজ আহমদ, মিজানুর রহমান রাসেল, এম জুনেদ আহমদ, মুস্তাকিম আহমদ টিুটু, রুমেল তারুকদার ,আহমেদ নাঈম, হেদায়েদুল ইসলাম রাহি, সিরাজুল হাসান, মোঃ রুবেল মিয়া, রুমেল আহমদ, মোস্তাকিম আহমদ রাহি, দুলাল হোসেন জুমান প্রমুখ।
  • সেমিনারে বক্তারা মৌলভীবাজারে বন্যা সমস্যার স্থায়ী সমাধান ও প্রকৃতি জীববৈচিত্র কৃষিসম্পদ রক্ষায় তাদের বিভিন্ন মতামত তুলে ধরেন। নদীশাসনের তাদের  অন্যতম পরামর্শ জেলার নদী ও হাওরের পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করার লক্ষে নাব্যহ্রাসের কারনে খনন করা প্রয়োজন। এছাড়াও পাহাড় হতে নেমে আসা ছোট বড় সংযোগকারী ছড়া সমূহ খনন। প্রতিরক্ষা বাঁধ নির্মাণ ও মেরামতসহ বন্যা ও দীর্ঘজলাবদ্ধাতা থেকে রক্ষা পেতে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ ও তার বাস্তবায়ন।
শেয়ার করুন