শ্রীমঙ্গল জামে মসজিদের উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তুর স্থাপন

  • সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল থেকে:
    মৌলভীবাজারের শ্রীমঙ্গল জামে মসজিদের উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তুর স্থাপন করা হয়েছে। গত শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদের বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজের আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন মসজিদ পরিচালনা কমিটির সভপতি এবং জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আবদুস শহীদ এমপি।
    প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে মসজিদের বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এ বরাদ্দ দেয়। ভিত্তিপ্রস্তুর শেষে থানা জামে মসজিদের খতিব ও ইমাম ক্বারী মাওলানা হাফেজ আলহাজ আবদুল কদ্দুস নিজামী মসজিদ প্রতিষ্ঠাকালীন থেকে যাদের শ্রমে ও অনুদানে মসজিদের অবকাঠামো আজ এ পর্যন্ত দাঁড়িয়েছে সেসব মৃত ও জীবিত সকলের জন্য বিশেষ মোনাজাত করেন। এসময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মনসুরুল হক, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ মো. আছকির মিয়া, মসজিদ কিিটর প্রবীন মুরুব্বী হাজী সোনা মিয়া, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. ছালিক আহমদ, সরকারি বিভাগীয় কর্মকর্তা ও মসজিদ পরিচালনা কমিটির সদস্য ও সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন এবং মোনাজাতে অংশ নেন।
শেয়ার করুন