নিজস্ব প্রতিনিধিঃ
গত সোমবার ৯ জুন রাতে ডিবি পুলিশ ২০০ পিস ইয়াবা সহ লালবাগ থানা সেচ্ছা সেবকলীগের সভাপতি এমডি সাকের আহমেদসহ তিনজনকে গ্রেফতার করে, লালবাগ থানায় মামলা নং ১১ (ডিবি)।
গোপন সংবাদের ভিত্তিতে লালবাগের লোলিত মোহন দাসলেন থেকে (বাবা) ইয়াসিন, গেন্দু ও লালবাগ থানা সেচ্ছাসেবক লীগের সভাপতি এমডি সাকের আহমেদ কে ডিবি পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করে।
ওরা লালবাগ সহ আশেপাশের এলাকায় ইয়াবা (বাবা) সরবরাহ করে থাকে। বলা যেতে পারে ইয়াবা ব্যাবসায় ঐ এলাকার ডিলার এমডি সাকের।
সেই অনুসারে ইয়াসিনের নামের সাথে যুক্ত করা হয় (বাবা) ইয়াসিন, ওদের কে পিছন থেকে সেল্টার দিয়ে থাকে এমডি সাকের।
শুধু তাই নয়, এমডি সাকের একটি বৃহৎ নেটওয়ার্ক গড়ে তুলেছেন আশেপাশের এলাকায় চাঁদাবাজীর জন্য, যার মূল হোতা তিনি।
তার চাঁদাবাজীতে আতংকিত এলাকাগুলো হচ্ছে বিডিআর ১ নং সিনেমা হলের সন্মূখে টেম্পু স্টেন্ড ও বেরীবাঁধের ফুটপাতের দোকান গুলো সহ আজিমপুর বাস স্টেন্ড। সে এই সকল এলাকা থেকে মাসিক হারে চাঁদা উত্তোলন করে থাকে।
ক্ষমতার বলে এতোদিন টিকে থাকলেও গতসোমাবর গ্রেফতার হলেন ডিবি পুলিশের কাছে। এমডি সাকের ক্ষমতার দাপটে বের হয়ে আসবে এবং আবারো সে তার ইয়াবা সহ চাঁদাবাজী চালিয়ে যাবে বলে ধারনা করছেন এলাকার সাধারন জনগন।