শ্রীমঙ্গল শুরু হয়েছে দেশের ৩য় চা নিলাম কার্যক্রম

  • শাকির আহমদ
  • টি ট্রেডাস এন্ড প্লান্টারস এসোসিয়েশন বাংলাদেশ এর ব্যবস্থাপনায় শ্রীমঙ্গল খান টাওয়ারে আয়োজিত এ নিলামে  চা উত্তোলন হয়েছে ১৮ লক্ষ কেজি। যা প্রথম অকসনের সাড়ে ৩গুন বেশি।
  • টি ট্রেডাস এন্ড প্লান্টারস এসোসিয়েশন বাংলাদেশ  এর আহবায়ক ড. মোমেন  জানান, সকাল ৮টা থেকে এ অকশনে দেশের বিভিন্ন প্রান্থের অর্ধশতাধিক ভায়ার  ও ৭টি ব্রোকার হাউজ অংশ নিয়েছেন এবং উৎসব মুখর পরিবেশে চা ক্রয় বিক্রয় হয়।
  • পর পর ৩টি অকশন সফলভাবে সম্পন্ন করায় সোমবার দুপুরে তিনি এক প্রেসব্রিফিংএর মাধ্যমে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। একই সাথে তিনি অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও বানিজ্যমন্ত্রী তোফায়েল ইসলাম ও চা বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তিনি বলেন, সফলতার সহিত এগিয়ে যাচ্ছে শ্রীমঙ্গল টি নিলাম। প্রথম নিলামে চা উঠে ৫ লাখ ৫৭হাজার কেজি, ২য় নিলামে ১২ লক্ষ ৮৮ হাজার ৬৫০ কেজি (জুন) ও সোমবার ৩য় নিলামে উত্তোলন করা হয় ১৮ লক্ষ ৪ হাজার কেজি। এ জন্য তিনি অকশন পরিচালনাকারী প্রতিষ্টান টি টের্ডাস এসোসিয়েশন অব বাংলাদেশ (টি টি এ বি  কে ধন্যবাদ জানান। এ সময় তিনি আগামী আগষ্ট থেকে ২টি করে অকশন করার ব্যপারেও আশা প্রকাশ করেন।
  • তবে প্রেস ব্রিফিং-এ তিনি  সাংবাদিকদের মাধ্যমে সরকারের দৃষ্টি আর্কশন করে বলেন চট্টগ্রাম সিলেটের আরো একটি ট্রেন চালু করার। আর বর্তমানে চালু উদয়ন ও পাহারিকায় আরো দুটি এসি কর্ম্পামেন্ট সংযোযন করার।
  • এ সময় তিনি যাদের ওয়ার হাউজ নির্মানাধিন তারা যেন দ্রুত তা সম্পন্ন করেন এবং আধুনিকতা বজায় থাকে সেদিকে লক্ষ রাখার জন্য আহবান জানান।
শেয়ার করুন