চুনাঘাট থানা এলাকা থেকে গাঁজাসহ ০১ জন সক্রিয় মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯

  • মাসুমুর রশিদ:
    হবিগঞ্জের চুনাঘাট থানা এলাকা থেকে গাঁজাসহ ০১ জন সক্রিয় মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯। ১৬ জুলাই ২০১৮ ইং তারিখ রাত ০৩:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল সহকারী পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন হাতুুন্ডা এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ একজন সক্রিয় মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম ও ঠিকানা মোঃ আব্দুল ছালাম (৩৫), পিতা- আব্দুল নুর, গ্রাম-হাতুন্ডা, থানা- চুনারুঘাট, জেলা-হবিগঞ্জ। গ্রেফতারকৃত আসামী হবিগঞ্জ জেলার অন্যতম মাদক ব্যবসায়ী। ধৃত আসামী দীর্ঘদিন যাবত আইনশৃঙ্খলা বাহিনী ও লোক চক্ষুর অন্তরালে হবিগঞ্জ জেলায় মাদকবিক্রয় করে আসছিল।উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
  • সংবাদ বিজ্ঞপ্তি
শেয়ার করুন