চা বাগানের ১২ হাজার চা গাছ কর্তন , অভিযোগ বিট অফিসার আনোয়ার এর বিরুদ্ধে

  • জালালাবাদবার্তা ডেস্ক:
  • মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার হীড বাংলাদেশের পাশ্ববর্তী ব্যক্তি মালিকনাধীন একটি চা বাগানের প্রায় ১২ হাজার গাছ কর্তন করেছে লাউয়াছড়া বিট আফিসার আনোয়ার হোসেন। এতে ওই বাগানের ক্ষয়ক্ষতির পরিমাণ ১৪ লক্ষ ৪০ হাজার টাকা হয়েছে  বলে জানা গেছে।
  • গত ১৩ মে রবিবার কমলগঞ্জ উপজেলার শ্রীমঙ্গল ও ভানুগাছ সড়কের হীড বাংলাদেশের বিপরীত দিকে একটি বাগানে এ ঘটনা ঘটে।
  • বাগান রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়োজিত শাকির হোসেন টিপু বলেন,বন বিভাগের জমি দাবি করে রাতের আধাঁরে লাউয়াছড়া  বিট অফিসার আনোয়ার হোসেন তার দলবল নিয়ে এসব গাছ কেটে ফেলে। সরকারী বনের জমিতে যদিও আমরা চা গাছ রোপন করে থাকি তাহলে নোটিশ করতে পারতো যে, কিভাবে বন বিভাগের জমিতে চা গাছ রোপন করি। বিষয়টি বন মন্ত্রণালয়ে অভিযোগ করেছি।  তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, লাউয়াছড়া বিট অফিসার বন সংরক্ষক হয়ে কিভাবে গাছের ক্ষতি করলেন,সেটা প্রশ্নবিদ্ধ করেছে সচেতন মহলকে।
  • এব্যাপারে জানতে চাইলে লাউয়াছড়া বিট অফিসার আনোয়ার হোসেন মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
  • বিস্তারিত অনুসন্ধানে আসছে….চোখ রাখুন
শেয়ার করুন