কমলগঞ্জে সাংবাদিকদের সাথে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের মতবিনিময় সভা

  • প্রনীত রঞ্জন দেবনাথ
  • কমলগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নবগঠিত আহবায়ক কমিটি স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে। ১৭ জুলাই মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় কমলগঞ্জ ডাকবাংলো প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।
  • বঙ্গবন্ধু ফাউন্ডেশন কমলগঞ্জ উপজেলা শাখার আহবায়ক প্রাক্তন ইউপি চেয়ারম্যান মোঃ সাব্বির আহমদ ভূঁইয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব প্রভাষক মোঃ আব্দুল আহাদের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কমিটির সদস্য প্রভাষক মোঃ খায়রুল ইসলাম সজল, প্রভাষক মোঃ মাসুম আহমদ খাঁন, আখলাকুজ্জামান খলু, মোঃ করিম হোসেন প্রমুখ।
  • উল্লেখ্য, ১৪ জুলাই বঙ্গবন্ধু ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি শেখ আব্দুল মুহিত রাজা ও সাধারণ সম্পাদক কাজি মোঃ ছালিক স্বাক্ষরিত এক পত্রে কমলগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সকল কার্যক্রম পরিচালনা করার জন্য আদমপুর ইউনিয়নের প্রাক্তন ইউপি চেয়ারম্যান মোঃ সাব্বির আহমদ ভূঁইয়াকে আহবায়ক ও শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজের প্রভাষক মোঃ আব্দুল আহাদকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট বঙ্গবন্ধু ফাউন্ডেশন কমলগঞ্জ উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন প্রদান করে।
শেয়ার করুন