-
-
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভিন্ন হাওড়-পুকুর-খাল-ডোবায় গেল অর্থ বছরে ৮ হাজার ৭০৮.১০ মেট্রিক টন মাছ উৎপাদন হয়েছে। এই উৎপাদনের বিপোরীতে চাহিদার পরিমান ছিল ৬ হাজার ৯৬৪.৭৪ মেট্রিক টন মাছ। ফলে গেল ২০১৭-২০১৮ অর্থ বছরে শ্রীমঙ্গলে মাছের চাহিদা পূরণ করে উদ্বৃত্ত ১ হাজার ৭৪৩.৩৬ মেট্রিক টন মাছ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়েছে।
জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ উপলক্ষে শ্রীমঙ্গলে সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর আয়োজিত স্থানীয় সাংবাদিকদের সাথে ‘স্বয়ংসম্পূর্ণ মাছে দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শীর্ষক এক মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সহিদুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী সন্তোষ রঞ্জন দত্তসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রীমঙ্গলের হাইল হাওরের সৎস্য সম্পদ বেহাত হওয়ার প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মৎস্য কর্মকর্তা সহিদুর রহমান সিদ্দিকী বলেন, ‘হাওরের ভূমির মালিক ভূমি মন্ত্রনালয়, পানির মালিক পানি উন্নয়ন বোর্ড আর মাছের মালিক মৎস্যজীবিরা-এখানে আমরা শুধুই পরামর্শকের ভূমিকা পালন করে থাকি মাত্র। এক ভাবে আমরা নিধিরাম সর্দার’।
মৎস্য সপ্তাহ উপলক্ষে শ্রীমঙ্গলে সাংবাদিকদের সাথে মত বিনিময়
শেয়ার করুন