বিশেষ প্রতিনিধিঃ মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ৩০ লক্ষ শহীদ স্মরণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দেশব্যাপী একযোগে ৩০ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে মৌলভীবাজারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হয়েছে।
বুধবার ( ১৮ জুলাই) সকাল ১১টায় মৌলভীবাজার সদর উপজেলার উত্তর জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন, মৌলভীবাজার সদর আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ, পৌর মেয়র ফজলুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল ওয়াদুদ,জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বায়েজীদ খাঁন,জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিন,প্রেসক্লাব সভাপতি আবদুল হামিদ মাহবুব, সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি, শিশু বিষায়ক কর্মকর্তা জসিম উদ্দিন, উত্তর জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা একলিমুন্নেছাসহ সাংবাদিক,শিক্ষক,ছাত্রছাত্রীরা।
জেলা শিক্ষা অফিস সূত্র জানায়, সারা জেলার উচ্চ মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসা মিলে মোট ২৯০টি প্রতিষ্ঠানে মোট ৭৮ হাজার ফলদ, বনজসহ বিভিন্ন প্রজাতির চারা একযোগে রোপণ করা হয়। এর মধ্যে মাধ্যমিক বিদ্যালয়ে ২৪ হাজার ৬৩৪টি এবং বাকী ৫৩ হাজার ৩৬৬ টি চারা অন্যান্য প্রতিষ্ঠানে রোপন করা হয়।