জাতীয় মহিলা সংস্থা মৌলভীবাজার শাখার চেয়ারম্যান মনোনীত রোকেয়া

 

 

বিশিষ্ট সমাজকর্মী ইনার উইল ক্লাব অব মৌলভীবাজার মিডটাউন ইন্টান্যাশনাল ডিস্ট্রিক-৩২৮ এর সভাপতি বেগম রোকেয়া চৌধুরীকে জাতীয় মহিলা সংস্থা মৌলভীবাজার শাখার চেয়ারম্যান পদে মনোনীত করা হয়েছে।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন জাতীয় মহিলা সংস্থা আইন ১৯৯১ (১৯৯১সনের ৯নং আইন) এর ১০ ধারার (৩) উপ-ধারা (১) (ঘ) (ঙ) ও (ছ) মোতাবেক স্বারকনং ৩২,০০.০০০০.০৩৮,০৬,০০১,১৮.৩৮ তারিখ ১/৭/১৮ইং তারিখে জাতীয় মহিলা সংস্থা মৌলভীবাজার শাখার ৫সদস্য বিশিষ্ট কমিটি ও এই পদে বেগম রোকেয়া চৌধুরীর নিয়োগের প্রজ্ঞাপন জারি করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন; সৈয়দা সানজিদা শারমিন, বেগম রেজিয়া রহমান, আসমা বেগম, মিসেস শ্যামলী পুরকায়স্থ। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) রনি চাকমা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি আদেশক্রমে এ পদে নিয়োগ করা হলো।

বেগম রোকেয়া চৌধুরী গত ১৫ জুলাই জাতীয় মহিলা সংস্থা মৌলভীবাজার শাখার চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন। তিনি মৌলভীবাজার জেলার মহিলাদের উন্নয়নে কাজ করার জন্য জেলাবাসীর সহযোগিতা কামনা করেছেন।

শেয়ার করুন