মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আরামবাগ এলাকা থেকে ৫ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ পলাশ তাতী(২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৮ জুলাই) সকাল ১১ টা ৩০ মিনিটের দিকে শ্রীমঙ্গল থানার এসআই মো: জাকারিয়া, এএসআই এনামুল হক, এএসআই বাসু কান্তি দাশ সংগীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শ্রীমঙ্গলের আরামবাগ এলাকা থেকে পলাশ তাতী নামের এক যুবককে ৫কেজি ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সুত্রে জানা যায়,পলাশ তাতী (২২), হবিগঞ্জের চুনারুগাট উপজেলার নালুয়া চা বাগান এলাকার মৃত মধুমঙ্গল তাতীর ছেলে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, পলাশের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।তার বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।