কমলগঞ্জে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৪৭ জন

 

প্রনীত রঞ্জন দেবনাথ

সিলেট শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলাফলে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পাঁচটি কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ৪৭ জন। মোট ২১৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৩২৩ জন।

১৯ জুলাই বৃহষ্পতিবার প্রকাশিত ফলাফলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, শমশেরনগর বিএএফ শাহীন কলেজ থেকে ৩৯ জন জিপিএ-৫সহ শতভাগ শিক্ষার্থী পাস করেছে। এই কলেজ থেকে ১৮৮ জন পরীক্ষার্থীর মাঝে পাস করেছে ১৮৮ জন। কমলগঞ্জ গণ-মহাবিদ্যালয় থেকে ৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ৯৯৮ জন পরীক্ষার্থীর মাঝে পাস করেছে ৪৮৭ জন। শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজে ৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ লাভ করে। ৭৫৫ জন পরীক্ষার্থীর মাঝে পাস করেছে ৫০১ জন। আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজে ১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ২৩৯ জন পরীক্ষার্থীর মাঝে পাস করেছে ১৪৭ জন। এছাড়া বৃন্দাবনপুর হুরুন্নেচ্ছা খাতুন চৌধুরী কলেজ থেকে প্রথমবারের মতো ১৩ জন পরীক্ষার্থীর মধ্যে কেউ পাস করেনি।

এদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলীম পরীক্ষায় কমলগঞ্জের সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্র থেকে ৬৭ জন পরীক্ষার্থীর মাঝে ৪৩ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৬৪.১৮ ভাগ।

শেয়ার করুন