মৌলভীবাজারে সাংস্কৃতিক উৎসব নিয়ে প্রেস কনফারেন্স

  • আশরাফ আলী
  •  “সৃজনে উন্নয়নে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক উৎসব নিয়ে প্রেস কনফারেন্স করেছে জেলা প্রশাসন।
    বৃহস্পতিবার ১৯ জুলাই দুপুরে সার্কিট হাউজের মুন হলে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুর রহমান, সদর উপজেলা নির্বাহি অফিসার মোঃ মনিরুজ্জামান, প্রেসক্লাব সভাপতি আব্দুল হামিদ মাহবুব, সহ-সভাপতি সৈয়দ হুমায়েদ আলী শাহিন, সৈয়দ মহসীন পারভেজ, সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, দৈনিক বাংলার দিন সম্পাদক বকসি ইকবাল আহমদ, জেলা সাংস্কৃতিক অফিসার জ্যোতি সিনহা, জেলা তথ্য কর্মকর্তা ইব্রাহিম মোল্লা সুমন, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, শাহ অলিদুর রহমান, হাসনাত কামাল, মাহবুবুর রহমান রাহেল, আশরাফ আলী, জনি বেগম ও ক্যামেরা পারসন মনজু বিজয় চৌধুরী।
    জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমির সহযোগীতায় ২দিন ব্যাপী সাংস্কৃতিক উৎসব মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে শুরু হবে আগামীকাল শুক্রবার থেকে। সাংস্কৃতিক উৎসবে জেলার বিশিষ্ট শিল্পিবৃন্দ গান পরিবেশনা করবেন।
    সাংস্কৃতিক উৎসবের প্রথম দিনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এমদাদুল হক মিন্টু। সমাপনী দিনে সাংস্কৃতিক উৎসবে উপস্থিত থাকবেন জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, সাংস্কৃতিক মন্ত্রণালয়ের উপ-সচিব খোরশেদ আলম, স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব রুকনুজ্জামান। সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিদিন বিকেল সাড়ে ৫টায় অনুষ্ঠিত হবে।
শেয়ার করুন