জালালাবাদবার্তা.কমঃ
কানাডা আওয়ামীলীগের প্রচার সম্পাদক সামছুল বেলালের পিতা জনাব তোফাজ্জল আলী দীর্ঘদিন যাবত বার্ধক্যজনীত কারনে অসুস্থতায় লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ১৯ জুলাই বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০:২০ মিনিটের সময় সিলেট নুরজাহান হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন।
শামছুল বেলালের পিতৃবিয়োগে কানাডা আওয়ামীলীগসহ কানাডায় আওয়ামীলীগের সকল সংগঠন ও অংগসংগঠনের তার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে বলেছে জানিয়েছেন কানাডা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জনাব এমরুল ইসলাম ইমরুল।
জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর সভাপতি জনাব খসরুজ্জামান চৌধুরী দুলু টেলিফোনে জালালাবাদবার্তা.কম কে বলেন, “শামছুল বেলালের পিতৃবিয়োগে আমরা শোকাহত। আমরা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি”।
মরহুমের প্রথম জানাযার নামাজ আগামীকাল শুক্রবার সকাল ৯ ঘটিকার সময় সাগরদিঘীর পারস্থ মৎস্য অফিসের সামনে এবং দ্বিতীয় জানাজার নামাজ বাদ জুম্মা বালাগঞ্জের মাদারবাজার ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হওয়ার পর পারিবারিক কবরস্থানের তাঁকে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ জানানো হয়েছে।