- মাহবুবুর রহমান রাহেল: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষা ইউনিয়নের পতনউষা গ্রামে স্বামী ফেরদৌস মিয়া (৩০) এর হাতে স্ত্রী শায়লা আক্তার (২৫) নামের এক গৃহবধূ খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
- শনিবার(২১ জুলাই)সকালে শমসেরনগর ফাঁড়ি থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ স্বামীকে আটক করেছে।
- স্থানীয় সূত্রে জানাযায়,কমলগঞ্জ উপজেলার পতনউষা গ্রামের ফেরদৌস মিয়া শুক্রবার দিবাগত রাতে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী শায়লা আক্তারকে বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্ত্তি করলে শনিবার সকালে তার মৃত্যু হয়।
- শমসেরনগর ফাঁড়ি থানার পরিদর্শক অরুপ চৌধুরী জানান,নিহত শায়লা আক্তারের পরিবার অভিযোগ দিয়েছে তার স্বামী ফেরদৌস মিয়া তাকে হত্যা করেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিহতের স্বামীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
- নিহত লাশের ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা করা হয়েছে।
- তিনি আরো বলেন,এটা হত্যা না আত্নহত্যা ময়না তদন্তের পর বোঝা যাবে। পুরো বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।
কমলগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগ,স্বামী আটক
শেয়ার করুন