- কমলগঞ্জ প্রতিনিধি
- কমলগঞ্জ উপজেলায় সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০জনকে জনপ্রতি ২ হাজার টাকা করে ১লাখ টাকা অার্থিক অনুদান দিয়েছে নর্থামপটন ইউকে ওয়েলফেয়ার এসোসিয়েশন মৌলভীবাজার। রবিবার ২২ জুলাই সকাল সাড়ে ১১টায় পৌরসভার মেয়রের ব্যক্তিগত কার্যালয়ে আনুষ্টানিক ভাবে এ অর্থ বিতরণ করা হয়।
- ইউকে বসবারত সুলেমান আলীর ভাই সলমান আলীর সভাপতিত্বে আর্থিক অনুদান প্রদান অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ।অতিথি হিসাবে বক্তব্য রাখেন দাতাদের পক্ষে মৌলভীবাজারের পলাস আহমেদ, মাণিক আহমেদ, কমলগঞ্জ প্রেসক্লাবের সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান,ইউপি সদস্য বশির বখস, সুমের আলী প্রমুখ। অনুষ্টানে আদমপুর,ইসলামপুর ও পৌরসভার ক্ষতিগ্রস্ত ৫০জনকে ২হাজার টাকা করে ১লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।
কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্য নর্থামপটন ইউকে ওয়েলফেয়ার এসোসিয়েশনের অার্থিক অনুদান প্রদান
শেয়ার করুন