শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
সোলেমান আহমেদ মানিক নামে এক যুবক কুপ্রস্তাব দেন স্কুল শিক্ষিকাকে। প্রস্তাবে রাজি না হওয়ায় শ্লীলতাহানির শিকার হন সেই শিক্ষিকা। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের এই ঘটনায় শিক্ষিকা বাদী হয়ে আজ সোমবার ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। অভিযোগ থেকে জানা যায়, উপজেলার বিরাইমপুর এলাকার আব্দুল গফুরের ছেলে সোলেমান আহমেদ মানিক প্রায়ই ওই শিক্ষিকাকে মোবাইল ফোনে আপত্তিকর কথা বলে কুপ্রস্তাব দিতো। এতে তিনি রাজি না হওয়ায় তার স্বামীকেও প্রাণনাশের হুমকি দিতো। ২১শে জুলাই ঐ শিক্ষিকা বিদ্যালয়ে যাবার পথে সোলেমান শিক্ষিকাকে বহনকারী সিএনজির গতিরোধ করে জোরপূর্বক নামিয়ে তার শ্লীলতাহানি করে।
থানার ওসি (তদন্ত) মো. জসিম উদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি।