জালালাবাদ বার্তা

বোয়িং ৫২৮টি ও এয়ারবাস ৪৩১টি বিমান বানানোর অর্ডার পেলো এয়ারশোতে

  • জার্নি ডেস্ক

  •  এয়ারলাইন্স জগতের সবচেয়ে মর্যাদাসম্পন্ন আয়োজন ফার্নবোরো ইন্টারন্যাশনাল এয়ারশোতে উড়োজাহাজ বেচাকেনার পালা শেষ হলো। এবারও যথারীতি মার্কিন আকাশযান প্রতিষ্ঠান বোয়িং ও ইউরোপীয় উড়োজাহাজ নির্মাণ প্রতিষ্ঠান এয়ারবাসের মধ্যে প্রতিযোগিতা হয়েছে চোখে পড়ার মতো।আমেরিকার বোয়িং কোম্পানির দাবি, এবারের আসরে তারা ৫২৮টি বিমান তৈরির অর্ডার পেয়েছে তারা। বাংলাদেশ এয়ারলাইন্স এই প্রতিষ্ঠান থেকে বিমান নিয়ে থাকে। অন্যদিকে ফ্রান্স, জার্মানি ও স্পেনের যৌথ প্রতিষ্ঠান এয়ারবাস জানিয়েছে, এই মেলায় তাদের কাছে ৪৩১টি উড়োজাহাজ তৈরির অর্ডার এসেছে। এর মধ্যে ৬০টি হলো এ২২০ এয়ারক্রাফটের। আগে এর নাম ছিল বমবারডিয়ার সিসিরিজ। এয়ারএশিয়াও ফার্নবোরো এয়ারশোতে এয়ারবাসের কাছ থেকে বিমান নেওয়ার অর্ডার দিয়েছে।

  • এয়ারশোতে প্রতি বছর অভিনব ও নতুনত্বের ছোঁয়ায় সাজানো উড়োজাহাজ তুলে ধরে আকাশসেবা প্রতিষ্ঠানগুলো। এসব দেখে বিভিন্ন দেশের এয়ারলাইন্স নতুন অর্ডার দিয়ে থাকে।

  • যুক্তরাজ্যের হ্যাম্পশায়ারে ফার্নবোরো ইন্টারন্যাশনাল এয়ারশোর উদ্বোধন হয় গত ১৬ জুলাই। ২২ জুলাই এই মেলার পর্দা নামে। এ আয়োজনে প্রদর্শন করা হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার।

  • সূত্র: রয়টার্স

শেয়ার করুন